আমাদের কথা খুঁজে নিন

   

নিঃস্পন্দ নিশিথের তিক্ত নিষাদ

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
১... শিতাক্ষীর চোখের সাদা বৃত্তাঙ্গীনার সুনীলে নীল গম্বুজ যেভাবে গলে পড়লে মাধবী চাঁদের বুকে মরিচা পড়ে, গোধুলীর ঘ্রান মাখা ধুলোয় অদ্ভুত বিষাদগ্রস্থ স্ফটিকাকার মেঘ হয়ে উঠে ক্লান্ত, সোদামাটির নৈকট্য হারিয়ে ঘাসের শিকড়ে আবাস গড়ে অন্তরীক্ষের ঝু্লে থাকা শতকোটি মুক্তোদানার বরফ শীতল আজন্ম অন্ধকার, কাঠবিড়ালীর শরীর অংকিত হয় পাঁচটি কাল দাগ । ২... নিষ্প্রাণ আলোর বিমর্ষ চোখের আঙ্গিনায় ঘুমন্ত রাত্রি ভেঙ্গে চৌচির হয়, কুয়োর ভেতর স্থির জলের বুকে বোতল বন্দি ভ্রমরের আত্মায় উপনিবেশ গড়ে চাঁদ, বিষন্ন কদম ফুলের কিরণ মেখে দাঁড়িয়ে থাকে কংকালসম ঝাউগাছ, আর সুদৃশ্য কফিনে ঢাকা স্বপ্নখেকোর মৃতদেহের হৃদস্পন্দন জরাগ্রস্ত অন্ধকার কাকের পালকগুলোর মতই ভাবলেশহীন; দগ্ধ রাতের ফেলে যাওয়া পুষ্পাগ্নির নির্গত লাভা স্বেদ মমীর প্রাণে শীতঘুম নিয়ে আসে, খরগোশের হৃদপিন্ডে বন্দী হয় বরফশীতল চিরনিদ্রা, চিলেকোঠায় ফেরেনা অভিমানী পায়রা । ৩... কীটের অন্ধকার ঘরে সপ্তর্ষি বেষ্টিত অরুন্ধতী মগজের অন্ধকার কোণে পাপের পরিখ খুঁড়ে ঝিঁঝি পোকার নিস্বাদে, ঝিনুক ভরা বালিয়াড়িতে শীতল-রক্তের সমুদ্র প্রহরী কাছিমের ডিমগুলো মরিচিকা বোধে আচ্ছন্ন হয় অভ্রান্তচিত্ত নীরদের গর্জণে, লালটুপি কাঠঠোকরা ব্যস্ত হয় আত্মগোপনে, আর বাঁকাঠোটের কালো পানকৌড়ির হৃদস্পন্দনে উদ্ভাসিত হয় নৈসর্গিক শুন্যতার মহাকাব্যিক নীলাচল, বায়ুভুক কুমিরের চোখ থেকে ঝরে স্বচ্ছ নিষাদ অশ্রু । ৪... পানসে চাদেঁর সুবাস মেখে তিক্ত সুরে অঝোরে কাদেঁ অবাধ্য বেহালা, সোডিয়াম আলো গুলো নিভে আসে, অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে গার্হস্থ্য জোৎস্নার বিষের তৃষ্ণার্য় তৃষ্ণার্ত রাস্তার পাশের লাইট পোস্টটা, অন্ধ দাঁড়কাকগুলো মেতে উঠে বিষাদ বিলাসী চিৎকারে, রক্তাভ চোখে তার বন্দি বিস্ফোরন বীজ । ৫... অ্যাডোনিসের রক্ত ছোপে গোলাপে ঘটে লোহিত সরণ, নিঃস্পন্দ আঁধারের পৃথিবীতে বাদুড়ের ডানার নৈশ সংকেতে শূন্য থেকে ফেটে পড়ে বিভ্রান্তি আর অপচ্ছায়া, শবভুক শকুন গুনে চলে ভাগ্যহত শুশুকের কংকাল । ---------- 'রাত্রি হেঁটে যায় অনন্ত নীলিমার পথে হাতে নিয়ে গোধুলীর ক্যানভাসে সেঁটে দেওয়া সাদা আগুনে ভেজা দ্বাদশীর গোলক, রাতের আকাশে আঁধারের দিগন্তে নিসঙ্গ রানী মেঘের পর্দার আড়াল থেকে মাঝরাতের সাম্রাজ্যে রাজত্য করে চলে, নেকডের দল অভিষাপ বর্ষনে ব্যস্ত হলে অনিদ্রায় ডুবে থাকা ডেইজি ফুল গুলো রাতভর পাহারা দেয় পূরো পৃথিবী' -----------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.