আমাদের কথা খুঁজে নিন

   

কুরআনকে জিহাদী বই বলে ভীতি ছড়ানো হচ্ছে।এসব কিসের আলামত?

নিজেকে নিয়ে ভাবছি

কুরআনে জিহাদের কথা অনেকবার বলা আছে। তাহলে কুরআন ও কি জিহাদী বই? হ্যা তাদের কাছে তো তাই !!! তারা যেসব বই উদ্ধার করেছে বলছে তার মধ্যে তো কুরআনও আছে!!! কি ভয়ঙ্কর কথা! কুরআনকে তারা একটি ভীতিকর বই হিসাবে চিহ্নিত করতে চাছে। আসলেই তাই! এই সরকার যখন ক্ষমতায় এসে বিভিন্ন ছাত্রদের রুমে তল্লাসি শুরু করলো তখন কিছু ছাত্র তাদের কুরআনগুলো মসজিদে রেখে আসতে শুরু করলো!!! হায় আমার বাংলাদেশ!!! জিহাদ জিনিসটা তাদের কাছে যমের মত ভয়ের ব্যাপার। কোন রকম প্রতিবাদ ই তো গ্রহন করা হচ্ছে না। অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ প্রচেষ্টা করা তাদের চোখে ভালো লাগবে কেন? পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি প্রাকৃতিক সম্পদের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, যানজট, শিক্ষা প্রতিষ্ঠানে অনিশ্চয়তা (ছাএলীগের বেপরোয়া, সন্ত্রাসী কর্মকান্ড), আইন শৃঙ্খ্লা পরিস্থিতির অবনতি ইত্যাদির বিরুদ্ধে জিহাদ করলে তারা তা গ্রহন করবে কেন? আর কুরআন এসেছে সব অন্যায়কে মুছে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য।এটা তো তাদের বিরুদ্ধে যায়!!তাই কুরআনকে তাদের এত ভয়।আর অপ্রকাশ্য জিহাদ হল নিজের নফসের বিরূদ্ধে সর্বোচ্চ প্রচেষ্টা করা। এটাও তাদের কাম্য নয় কারন নিজের নফসের বিরুদ্ধে গেলে তো আর এই সব অপকর্ম করা যাবে না!!!নফসে বাধা দিবে। তাই জিহাদের বিরূদ্ধে তাদের অবস্থান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।