আমাদের কথা খুঁজে নিন

   

হুররেরেরেরেরে...........একসাথে একই ফাইল আপলোড করুন ১৭টি সার্ভারে

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ

যারা ওয়েবসাইটে কাজ করেন তাদের জন্য বিভিন্ন ওয়েব ফাইল শেয়ারিং সার্ভারে হরহামেশাই দরকারি ফাইল আপলোডের প্রয়োজন পড়ে। এছাড়াও সাধারন ব্যবহারকারীরাও নিজের ফাইল সংরক্ষন বা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটের সাহায্য নিয়ে থাকেন। যারা একটু অভিজ্ঞ তারা জানেন কোন সাইটের সার্ভিস কেমন বা ডাউনলোড/আপলোড স্পীড কেমন। আবার অনেকসময় দেখা যায় যেই সাইটে আপলোড করেছেন সেটির কোন এক সমস্যার কারনে কেউ আপনার ফাইলটি ডাউনলোড করতে পারছেন না। তাই এমনটা যদি হতো একই ফাইল অনেকগুলা সাইটে আপলোড করে রাখা যায় তাহলে বোধহয় ঝামেলা অনেক কম হতো,তাই না? কিন্তু আমাদের এই নেট স্পীডের তা কি আর সম্ভব? তাই আপনাদের এমন এক সাইটের সন্ধান দিব যেখানে ফাইল আপলোড করলে অটোমেটিক ১৭টি সার্ভারে একইসাথে আপলোড হয়ে যাবে।

চলে যান http://www.maishare.com সাইটটিতে। প্রথমেই পিসি থেকে ফাইলটি দেখিয়ে দিন। ফাইলের সাইজ অবশ্যই ১০০ মেগাবাইটের নিচে হতে হবে। এরপর কোথায় কোথায় আপলোড করবেন তা চিহ্নিত করে দিন। আপনি কিছু না বললে ১৭টি সাইটের আপলোড হবে।

তবে নিজের পছন্দমতো ৩/৪টা সাইট নির্বাচন করাটাই ভালো হবে। কারন ১৭টি সাইটের ঠিকানা নিয়ে আপনি কতটুকু কি করতে পারবেন বুঝে নিন। এরপর শুধু এক্সেপ্ট এন্ড আপলোডে ক্লিক করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।