আমাদের কথা খুঁজে নিন

   

এএ্ফসি মহিলা ফুটবলে বাংলাদেশের অর্জন ১৮টি গোল। দর্শকদের অর্জন ইরান ও জর্দানের সুন্দরীদের দর্শন

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

এএ্ফসি মহিলা ফুটবলে বাংলাদেশের অর্জন ১৮টি গোল ( ইরান৬+জর্দান ৬+ ভারত ৬)। আর বাঙ্গালী দর্শকদের অর্জন ইরান ও জর্দানের সুন্দরীদের দর্শন লাভ। ছেলেরা দীর্ঘদিন খেলে যা করতে পারেনি- গ্যালারী ভর্তি দর্শকদের মাঠে এনে ছেড়েছে এই দুই দেশের মেয়েরা। বাংলাদেশ প্রথম খেলায় জর্দানের কাছে ৬-১ গোলে হারলেও পরের দুই খেলায় একতরফা গোল খেয়েছে। দিতে পারেনি একটিও।

আজও ভারতের কাছে হেরেছে ৬-০ গোলে। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় রাউন্ডে চলে হেছে ইরান। আজ তারা তারা প্রথমে ২ গোলে পিছিয়ে থেকেও পরে ৩ গোল দিয়ে দেখিয়েছে কিভাবে জিততে হয়। তবে এত কিছুর মাঝেও তাদের ধর্মভীরুতা এদেশের দর্শকদের মুগ্ধ করেছে। জয়ের পর ম্যানেজারের নেতৃত্বে মাঠের ভিতরই তারা শোকরানা নামাজ পড়ে।

পারেও বটে তারা। ইরান ও জর্দানের সুন্দরী মেয়েরা খেলেছে দারুন। তবে খেলার চেয়ে তারা বেশী মনোযোগ কেড়ে নেয় নিজেদের সৌন্দর্য দিয়ে। এমনকি অনেক মহিলা দর্শকও আসে মাঠে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগামী ২১ অক্টোবর মালয়েশিয়ায় দ্বিতীয় পর্বে খেলবে ইরান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।