আমাদের কথা খুঁজে নিন

   

৩০ বছর আগের রূপে হিলারি

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’

চমকে গেছেন সবাই। এমনকি খোদ বিল কিনটনও। এ কী ষাটোর্ধ হিলারি, নাকি তরুনী হিলারি! জাতিসংঘ সন্মেলনে বৃহস্পতিবার সেই ৩০ বছর আগের রূপে উপস্থিত হয়েছেন হিলারি কিনটন আর এতেই সবার চোখ হিলারির ওপর। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘ শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়েছেন বিশ্বের প্রায় দেড়শটি দেশের নেতৃবৃন্দ। সমস্ত বিশ্বের চোখ যখন জাতিসংঘ সন্মেলনের দিকে, ঠিক তখনই সবার নজর কেড়ে নিলেন আমেরিকার সাবেক ফার্স্টলেডি, প্রেসিডেন্ট বিল কিনটনের স্ত্রী এবং দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন।

৩০ বছর বয়সে তরুণী হিলারি যেভাবে চুল বাঁধতেন জাতিসংঘের সন্মেলনে ঠিক একইভাবে ওই চুলের স্টাইলেই উপস্থিত হয়েছেন তিনি। ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আমেরিকার ফার্স্ট লেডি থাকা হিলারির ৩০ বছর আগের তোলা একটি ছবি দেখে মনে হচ্ছে, আজকের হিলারি আর ৩০ বছর আগের হিলারির পার্থক্য শুধু চুলের রংয়ে। শুধু মাথায় কিছু সাদা চুল বৃদ্ধি পেয়েছে। কিন্তু চুলের স্টাইল আগের মতই। ১৯৪৭ সালের ২৬ অক্টোবর জন্ম নেয়া হিলারির বয়স এখন ৬৩, তবুও ৩০ বছর আগের মতই চনমনে আর উদ্দীপ্ত আছেন তিনি।

এদিকে হিলারির এ চুলের স্টাইল দেখে বিশ্ব মিডিয়া আর ফ্যাশন সচেতনরা দারুন অনুপ্রাণিত। সবমহলের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হিলারি। প্রসঙ্গত, আমেরিকায় সাধারণত নারীর বয়স ৫০ পেরুলেই চুল ছোট করে ফেলার প্রবণতা দেখা যায়। কিন্তু এ নিয়ম মানেননি হিলারি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।