আমাদের কথা খুঁজে নিন

   

২ বছরের বিবাহিত জীবনের টুকিটাকি।

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই

বিয়ে করেছি ২ বছর হয়ে গেল। কিন্তু সারা দিন খিটিমিটি লেগে আছে। আমি যদি উত্তরে যেতে চাই, বউ চায় দক্ষিণে যেতে। একদম ১৮০ ডিগ্রী বিপরীত। এতো বিপরীতমনা হলে কেমনে সংসার করবো? পুরো জীবন তো পড়ে আছে।

যেমন: আমি চাই খবর দেখতে, বউ চায় হিন্দি সিনেমা দেখতে। আমি হিন্দি বুঝিনা, এটাও আমার একটা অপরাধ। আমি চাই বাংলা নাটক দেখতে, বউ চায় হিন্দি গান দেখতে। আমার অনেক গরম লাগে, বউ বলে, তার ঠান্ডা লাগে, ফ্যান জোরে চালানো যাবে না। আমি চা খেতে পছন্দ করি, বউ ৩ কাপের বেশি চা অ্যালাউ করে না।

আমি সবজি খুব একটা খেতে পছন্দ করি না, বউ চায় আমাকে জোর করে সবজি খাওয়াতে। আমি চাই সাধাসিধে থাকতে, বউ চায় আমাকে স্মার্ট বানাতে। আমি চাই ক্লিন শেভ করতে, বউ চায় ফ্রেন্চ কাটি দাড়ি রাখি। আমি সামুতে বসলে বউ এর মাথায় আগুন জ্বলে উঠে। আমি চাই রাত জাগতে, আর ১১টা বাজলেই বউ এর ঘুম চলে আসে।

এই রকম হাজারো খিটিমিটি লেগে আছে। তারপর ও বলব, আমি সুখে আছি। হয়ত খিটিমিটি আছে বলেই বেচে আছি। বেশি ফরমাল হলে লাইফটা পানসে হয়ে যেত। দোয়া করবেন আমাদের জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।