আমাদের কথা খুঁজে নিন

   

মেন্টাল!!!



পাবনা চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত শহর। শহর ঘুরতেই চোখে পড়ে গেল শান্ত পদ্মার পাশঘেরা সেই মেন্টাল হাসপাতাল। শুনশান বাহির এলাকাটা কিছু যেন শোনাতে, বোঝাতে চায়...। অনুভব করার চেষ্টা করলাম মনোজগত! বিশাল ব্যাপ্তিময়, রহস্যময়। পৃথিবীর জটিলতম বিষয় নাকি মানুষের মন! মনে হয় পৃথিবীর সকল মানুষ কম-বেশি বিকারগ্রস্থ। হয়তোবা ভিতরে যারা আছে তাদেরটা প্রকট কিংবা তারা লুকাতে জানেনা.... আমরা যারা ভাল মনে করছি তাদের মত। হয়তো তারা মনে করেছে বাইরের আমরা যারা বড্ড বেশি নিষ্ঠুরতা, নির্মমতার উন্মাদনায় আরো বেশি উন্মাদ......। কেউ বা উন্মাদ ধনসম্পদ কিংবা ক্ষমতার মোহে কেউ বা ভোগ-বিলাসে। হয়তোবা বদ্ধঘরের প্রকৃতির মতন নিরীহ , সকল নিরলিপ্ততা, নির্মমতার উন্মাদনা, মোহমুক্ত মানবগণ আমাদের তথাকথিত ভ্দ্রসমাজকে বলতে চাই আর কত চলবে...... ছল-চাতুরি আসল উন্মক্ততা(মেন্টাল).........?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।