আমাদের কথা খুঁজে নিন

   

সিনসিনাটি জিতলেন নাদাল, আজারেঙ্কা

সিনসিনাটি মাস্টার্স নামে পরিচিত ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট প্রথমবারের মতো জিতলেন ১২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল। নর্থ আমেরিকান হার্ড কোর্টে এ মৌসুমের সাফল্যের ধারা বজায় রেখে যুক্তরাষ্ট্রের জন ইসনারকে ৭-৬, ৭-৬ গেমে হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড। এ টুর্নামেন্ট জিতে ২৬ অগাস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপনের প্রস্তুতিটা পুরো করলেন তিনি।
ক্যারিয়ারে এই প্রথমবারে মতো টানা দুটো হার্ড কোর্ট চ্যাম্পিয়নশিপ জিতলেন ২৭ বছর বয়সী নাদাল। এক সপ্তাহ আগে তিনি মনট্রিয়ালেও জিতেছিলেন।


নাদাল বলেন, "হার্ড কোর্টে টানা দুটি শিরোপা জেতা বিশাল কিছু। এটা আমার জন্য অসাধারণ একটা ব্যাপার। আমি আমার ক্যারিয়ারে কখনও এটা করতে পারিনি। "
এ মৌসুমে ক্যারিয়ারের সর্বোচ্চ ৫টি মাস্টার্স টুর্নামেন্ট জিতলেন নাদাল।
এদিকে প্রথমবারের মতো সিনসিনাটি মাস্টার্স জেতা হলো না ১৬টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের।

র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সেরেনাকে ২-৬, ৬-২ ও ৭-৬ গেমে হারিয়েছেন দুই নম্বর খেলোয়াড় বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। এটা আজারেঙ্কার প্রথম সিনসিনাটি শিরোপা।
টানা ১৪ ম্যাচ জয়ের পর এই প্রথম হারলেন সেরেনা উইলিয়ামস।
প্রায় আড়াই ঘণ্টার এই লড়াই জিতে আজারেঙ্কা বলেন, "অবশ্যই এটা একটা বড় জয়। এটা ছিল একটা অসাধারণ লড়াই।

যেভাবে আমি ফিরে এসেছি তাতে আমি খুশি। "

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।