আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মের কল বাতাসে নড়ে ।

স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ।

আমাকে অনেকেই প্রশ্ন করে , ভাই আসলেই কি অনলাইন থেকে আয় করা সম্ভব? আমি একই উত্তর বহু বার দিয়েছি। হ্যা সম্ভব। কেউ বিশ্বাস করে আবার কেউ করে না।

যারা করে , তারা নিজেরা চেষ্ঠা করে নিজের পথ বের করে নেয়। আর যারা করে না তারা আরো অবিশ্বাসী হয়ে , কুৎসা রটায়। আঙ্গুর ফল টক। আসলে ফর্মুলা বুঝতে না পারলে, সবই কঠিন। আমাদের ন্যাচারাল প্রোডাক্ট অফ ক্যামেস্ট্রি ক্লাস নিতে নিতে ফারুখ আজম স্যার প্রায়ই বলতেন, তোমরা কি আমার লেকচার বুঝতে পারছ।

আমরা শুধু মাথা নাড়াতাম। মাথা নাড়ানোর বিভিন্ন অর্থ আছে। স্যার আমাদের ব্যাপারটা বুঝে হাসতেন আর বলতেন, " বোঝ কি বোঝ না , তাও বোঝ না। " আসলে আমাদের ব্যাপারটা হয়েছে সে রকম। সে যে বুঝতে পারছে না তা সে বুঝতেও পারছে না।

অথচ প্রতিনিয়ত বিভিন্ন পত্র পত্রিকায় এ নিয়ে লেখা প্রকাশিত হচ্ছে। তবে প্রতি মাসে কম্পিউটার জগৎ পত্রিকায় আমাদের দেশের সেরা অনলাইন ওয়ারকার ও সেরা ফ্রিল্যান্সার এবং সামুর ব্লগার জাকারিয়া চৌধুরি নিয়মিত লেখেন। এখনও যারা আমরা চাকুরির পিছনে ঘুরছি, তাদের বলছি, নিজের মেধা খাটিযে অনলাইন থেকে আয় করুন। নিজের ভিতরের নিউটনকে বের করে আনুন। আপনা অনলাইন ওয়ারকার হতে যা লাগবে, ১. নিজের ব্যক্তিগত পিসি, ২. ব্যবহার যগ্যে নেটলাইন, ৩. প্রতিদিন অনলাইন কাজে ব্যায় করার মত মিনিমাম তিন ঘন্টা সময়, ৪. সৎ সাহস, ৫. প্রতিনিয়ত নতুন কিছু শেখার আগ্রহ ।

ব্যাস আর কিছুই লাগবে না। এতেই যথেষ্ঠ। আর একটা জিনিস লাগবে সেটা হল কম্পিউটার সম্পকে ব্যাসিক ধারনা। এখন গুগল নানার কাছে খোজ নেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.