আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর জন্য লেখা একটি অসম্পুর্ণ গান-“ফারাক”



জীবন থেকে কাহীনি নিয়ে গান লেখা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়।আর তাই বন্ধুর ভালোবাসা কথা গানের মাধ্যমে প্রাকাশের জন্যই এই ছোট্ট গানটি।সম্পুর্ন শেষ করতে পারিনি।যতুটুকু লিখেছি আপনাদের কাছ থেকেই জানতে চাইছি কেমন হল।আশা করি সবাই মন্তব্য করবেন। "ফারাক" তোমার আমার জীবনের, বিস্তর ফারাক, তোমার সাথে আমার মিল, ভাবলে দীর্ঘশ্বাস। তোমার বাবার কোটি টাকা, পাচ খানা তার বাড়ি, রাজনীতি নামে ব্যবসা করে, ঘুষ না দিলেই আড়ি। তোমার মা’ও সমাজ সেবিকা, মাদার তেরেসা একজন, নারী পাচারের জন্য নাকি, জেলে গেছে বার ডজন। তবু বাল্যকালে পড়া, একটা প্রবাদ জানি, গোবরেও পদ্ম ফোটে, এক্সাম্পল তুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।