আমাদের কথা খুঁজে নিন

   

পাকিজার ‘বর্জ্যে’ মরছে মাছ

সোমবার রাতে পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইং লিমিটেটের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্ষতিগ্রস্ত মাছচাষি আবু দেওয়ান।
সাভারের সাধাপুর এলাকার আবু দেওয়ান অভিযোগ করেন, ৩৬ বিঘা জমির ওপর তার একটি মাছের ঘের রয়েছে এবং বেশ কয়েক বছর যাবত সেখানে তিনি মাছ চাষ করছেন।
কিন্তু সম্প্রতি ‘পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইং’ কারখানার বিষাক্ত তরল বর্জ্য ছোট খাল দিয়ে নির্গত হয়ে তার মাছের ঘেরে প্রবেশ করছে। ফলে সমস্ত মাছ মরে ভেসে উঠছে।
এতে তার ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।


তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি পাকিজা কর্তৃপক্ষকে বলার পরও তারা কর্ণপাত করেনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল অফিসার বসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপেরডাঙ্গা এলাকায় তিনি ৬ পাখি জমিতে মাছ চাষ করেছিলেন। কিন্তু পাকিজার বিষাক্ত বর্জ্যে সব মাছ মরে গেছে।
যেসব ক্ষেতে ধান চাষ করা হচ্ছে বিষাক্ত বর্জ্যরে কারণে সেখানে ধানের গোড়া পচে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইং কারখানার ব্যবস্থাপক ফারুক খান চিশতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কারখানার পানি ওইদিকের পুকুরে যেতে পারে।

সে পানির কারণে মাছ মরার কথা নয়। ”

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.