আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লোরিডার কুমির ফার্ম



এভারগ্লেইডস এলিগেটর ফার্ম ফ্লোরিডার দক্ষিণে হোমস্টেড শহরে অবস্থিত। প্রচুর মানুষ প্রতি বছর এখানে আসে কুমির দেখতে। ফার্মটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত করা হয়। বিশ্বাস করা হয় ডাইনোসররা যখন পৃথিবীতে বিচরণ করতো তখন থেকে কুমিরেরা এই পৃথিবীর বাসিন্দা। সামনে থেকে দেখে কিছুটা ভড়কে গিয়েছিলাম, তাদের শক্ত দাঁতগুলো দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক।

বালিতে এরা এমন ভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকে যে জীবিত না মৃত বোঝার উপায় নেই। দূরে দাঁড়িয়ে থাকা একাকী বক পানিতে নাক ডুবিয়া থাকা কুমির পানিতে কুমিরের পাশাপাশি ভেসে বেড়াচ্ছে কচ্ছপও কুমিরের বাসা। দেখতে অনেকটা বড় সাইজের পাখির বাসার মতন। ফার্মের কুমিরদের খাওয়ানো হচ্ছে সাদা ইঁদুর এই কুমিরটি ১৪ ফিট লম্বা ছিল। সাধারণত এলিগেটরেরা ৬ ফিট লম্বা হয়ে থাকে।

ফার্মে সংরক্ষিত করে রাখা "গ্র্যান্ডপা" নামক এই কুমিরের চামরাটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।