আমাদের কথা খুঁজে নিন

   

টিবটিবানি (১ টি মজার গল্প) ২য় পর্ব



১ম পর্বের লিংকটা একটু ডু মেরে আসুন এখানে Click This Link ২য় পর্ব শূরু করা যাক:::::::::::::::::------------------------------- ঝোলা বাড়িতে যাওয়ার রাস্তা দিয়ে হাটছে আর মনে মনে খুব আনন্দিত। কারণ সে অবশেষে ঘোড়া না কিনতে পারলেও ঘোড়ার ডিম কিনতে পেরেছে তাই। রাস্তা দিয়ে হাটছে আর মনের সুখে গান গাইছে। এমতবস্তায় সে যখন একটি বড় জঙ্গলের পাশ দিয়ে হাটছিল তার ভীষন মুতা(প্রসাব) ধরল। সে ভাবল না ডিম রেখে মুতা যাবে না।

তাই সে তার কাপড়েই মুতে দিল। কিন্তু আরও কিছুদুর যাওয়ার পর তার আগা ( প্রাকিতিক টান অথবা পায়খানা) ধরল,আর সে তা সহ্য করতে পারছিল না। অতপর সে ভাবল ২ মিনিটের জন্য কিছু হবেনা। সে ঘোড়ার ডিম (মিষ্টি লাউ) টা মাটিতে রেখে একটু ঝাওয়ের ভিতরে গিয়ে কাজ সারতে লাগল। প্রচন্ড রৌদ্রের মাঝে লাউ খানা ফেটে গন্ধ বেরুতে লাগল,আর ১ টা শিয়াল এসে লাউটা খেয়ে নিল।

ঝোলা কাজ সেরে এসে তার ঘোড়ার ডিম পেল না,সে দেখল ঘোড়ার বাচ্চা(শিয়াল) দাড়াইয়া আছে। সে ত মহাখুশি। সে চিকৎার দিয়ে বলল আমার ঘোড়ার বাচ্চা হইছেরে। আর শিয়াল তার কথা শুনে দিল ভু দৌড়। ঝোলাও শিয়ালের পিছনে দৌড়াতে লাগল।

দৌড়াতে দৌড়াতে সন্ধ্যা হয়ে গেল,রাত হয়ে গেল,অনেক রাত। ঝোলা ভাবল এখন কি করা য়ায়,কোথায় রাত কাটাব,এ কথা ভাবতে ভাবতে সে দেখল দুরে আলো দেখা য়ায়। ...........................চলবে...............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.