আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনা

বরফ - শীতল © আরফার রাজী [arfar_razi@yahoo.com]

ভাববো, নাকি ভাববো না কি ভাববো, তাই ভেবে পাই না। ভাবনার অন্তরালে- গুটিয়ে থাকা ভাবনাগুলো একপ্রস্থ আকাশ ভেবে- উড়বে কি না ভেবে বসে। তোমায় নিয়ে ভাববো কি না? ভাবনাগুলো বোধ হয় স্বস্তি পায় না। সারাদিন ভেবে তোমায়- ক্লান্ত ভাবনাগুলো একটু জিরোয়। ভাবনা বলে- তাকে নিয়ে ভাববে আর কত? মুচকি হেসেই আবার ভাবতে বসি- তুমিই আমার ভাবনা, তুমিই আমার কল্পনা। বিরক্ত ভাবনা- চোখ নাচিয়ে ভেবে বলে- থাকবে না, থাকবে না- ছাড়ো তোমার ভাবনা। তুমি বলো- ভাবুক আমি- ভেবেই কি যাবে জীবন? কি যে ভাবো সারাদিন- তাহলে চলবে কেন এমন? থাকো তোমার ভাবনা নিয়ে- চলি আমি, কেমন? আবার আমি ভাবতে বসি- এ কি হলো? যাকে নিয়ে ভাবলাম এতো- চলে গিয়ে এই দাম দিল? বোধ হয়, না ভেবেই বলেছিল; ভাবতে বসি আবারও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।