আমাদের কথা খুঁজে নিন

   

৬ঘন্টা সিএনজি ষ্টেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সিএনজি মালিকরা



প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় বিজয়নগর কার্যালয়ে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টেলিফোনে শীর্ষ নিউজ ডটকমকে জানান, আগামী ২ দিনের মধ্যে প্রধানমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর স্টেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হবে। যদি এ সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ফলাফল না আসে তবে আগামী সপ্তাহ থেকে তারা লাগাতার ধর্মঘটে যাবে। এজন্য আগামী ২৫ সেপ্টেম্বর এসোসিয়েশনের সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

সেখানে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সংগঠনের সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়নসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বলেন, সরকারের এ সিদ্ধান্ত জনদুর্ভোগ বাড়িয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্তে বড়জোর ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। যাতে মাত্র ৪/৫ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

তিনি বলেন, সরকারের এমন সিদ্ধান্তে স্টেশন মালিকদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়েছে। উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদন ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বাড়াতে গত ১৬ আগস্ট থেকে দেশের সকল সিএনজি স্টেশন দৈনিক ৬ ঘণ্টা (বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত) বন্ধ রাখা হচ্ছে। তবে ১৬ সেপ্টেম্বর বিদ্যুৎ জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। কারণ সরকারের এ সিদ্ধান্তের ফলে আবাসিক সংযোগসহ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বেড়েছে বলে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু স্টেশন মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সিএনজি স্টেশন বন্ধ রেখে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

তাদের বক্তব্য, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ২০০ কোটি ঘনফুট। আর দেশে ৫৫৬টি সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাসের চাহিদা ১০ কোটি ঘনফুট, যা মোট চাহিদার মাত্র ২ শতাংশ। আবার এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে পরিবহন খাতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। মানুষ পড়েছে নতুন ভোগান্তিতে। তাই তারা এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রমজানে শিল্প কারখানা, সিএনজি স্টেশন আর সার কারখানা বন্ধ রেখে প্রায় ১০ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।