আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ নির্মাতা ভাইদের ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ...........

গ্রামীণ সমাজের বাস্তবতা আর অশ্লীলতার বিপক্ষে অবস্থান।

মাতৃ ভাষায় মন্তব্যনির্ভর ব্লগ মাধ্যম যারা নির্মান করেছেন তাদের কি বলে ধন্যবাদ দেই ভাষা খুঁজে পাচ্ছি না তার পরও ধন্যবাদ ধন্যবাদ । আসলে আমরা যারা যোগ্যতা আর অভিজ্ঞতার মাপকাঠীতে উত্তীর্ন নই আমাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ নেই ,মনের অজান্তে বিবেকের তাড়নায় অনেক কিছুই মনের মাঝে নাড়াচাড়া দেয় কিত্তু ব্যক্ত করার সুযোগ নেই জাগ্রত বিবেক অজানা এক গহীন অরন্যে হারিয়েছে অনেক আগেই ,চেপেরাখা ইতিহাস আমাদের অন্তরের গহীনে বাসা বেধেছে মাকড়সার জালের মত. আমি প্রতিবাদী প্রতিবাদ আমার ধর্ম প্রতিবাদ করার মাধ্যম কোথায়, পত্রিকার মতামতের পাতা কজনইবা দেখে আমার আশেপাশে ঘটে যাওয়া অনেক কিছুই যা আমার দায়ীত্ব কর্তৃপক্ষক্কে জানানোর সে সুযোগ কোথায় অথচ এটি আমার নৈতিক দায়ীত্ব , সাংবাদিকতা পেশা একটি মহান পেশা সাংবাদিকরা জাতির বিবেক বিশ্বব্যপী সংবাদ সংগ্রহ করে জাতির সামনে উপস্থাপন করেন জাতিকে ধন্য করেন। এখানে পড়াশুনা. মেধা ,মনন, অভিজ্ঞতা আর সাহিত্যরসের সমাহার এটা ভাগ্যের ব্যাপার সকলের পক্ষে সম্ভব নয় ,তার পরও মনের ভাব প্রকাশের একটা ব্যবস্থা থাকা চাই আমি সব সময় ভেবেছি আমার স্বপ্নের নায়ীকা কখন ভাবের আদান প্রদানের জ্বলপরী হয়ে দেখা দেবে আমার ভাবের রাজ্যে ,আমি বাতায়ন মেলে চেয়েছিলাম কখন সাইমুম হয়ে ধেয়ে আসবে আমার মরুর আঙ্গিনায় যা আমি বুকের মাঝে লালন কেরছি. চেষ্টা করেছিলাম অভিজ্ঞতার শর্ত নামক একটি শব্দ পেয়ালার কাটা হয়ে দাড়িয়েছে আমার গন্তব্যের মাঝখানে সেই অন্তরায়ের মাঝে আমার পরম শ্রদ্ধেয় ভাইয়ারা উপহার হয়ে দেখা দিলেন সামহোয়্যার ইন ব্লগ নামে।আমি কৃতজ্ঞ চির ঋণী এ মাধ্যম নির্মাতাদের কাছে। এখন বয়স আর পেশার কারনে মোটা একটি বইনিয়ে পড়ার সময় হয় না কিন্তু পেশার পাশাপাশি এখানে আমাকে পুলকিত করেছে , এখানে ছদ্ব নাম ব্যবহারের নিয়ম একটি উন্নত চিন্তা কারন মখোমুখি ভাবের আদান প্রদান রুপের আকর্ষনকেই প্রাধান্য দেয়. ছদ্মবেশী প্রেমিক প্রেমিকা গুণের কদর করে এখানে অশ্লীলতা গৌন থাকে , মন্তব্য করার এ নিয়ম গনতান্ত্রিক মনমানসিকতার পরিচায়ক ,সারাবিশ্বের খবরের সমষ্টি ব্লগ, এটাকে আমরা নিতে পারি শিক্ষা, বিনোদন, কবিতাপাঠের আসর কিংবা সাহিত্য সম্মেলন হিসেবে আবার আস্তিক নাস্তিক বিতর্ক প্রতিযোগীতা, নির্দিষ্ট ব্যক্তিকে গালী দিয়ে কাদা ছোঁড়াছুঁড়ী এ মাধ্যমকে বিতর্কিত করার প্রয়াস বৈ কিছু নয়। মন্তব্য করতে গিয়ে দু একজন (হুম) বলেন আর কিছূ বলেন না অভিধানে এত শব্দ থাকার পরও কেন যে হুম করেন বুঝিনা আমার ক্ষুদ্র জ্ঞানে হুম করেন ভুতূঁম পেঁচায় রাত্রীবেলা গাছের ডালে হুম হুম করে বাড়ীর লোকের ঘুম ভাঙ্গায়, এ বাড়ীর বিড়াল ও বাড়ী গেলে হিংসাপরায়ন বিড়াল খাটের তলায় হুম হুম করে বাড়ীশুদ্ধ লোকের ঘুমকে গুম করেন, বাচ্চারা ভয়ে মাকে জড়ীয়ে ধরেন ভাবে ভূত আসলো নাকি? ভূতুম পেঁচা আর বিড়াল ভূত সাদৃশ্য কিনা জানিনা তবে আচার আচরনে ভূতকেও হার মানায় তাই এ শব্দ পরিহার করার অনুরোধ রইল । জনাব আরিফুর রহমান সাহেবের আদর্শ চিন্তার সাথে আমার দ্বীমত থাকতে পারে উনার লেখায় উনার চিন্তার ভাব উম্মোচিত হয় তাই উনার ক্ষুরধার যুক্তির সম্মান আমাকে করতেই হবে, সাইমুম সাহেব প্রতিদিন এক একটি বিষয়ের আলোকপাত করেন যা আমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে,সাঈফ সেরিফ হয়ত তার বিশ্বাসের দাবীর পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে দাবীর সপক্ষে অনড় থাকেন এটা তার বিশ্বাসের প্রতিদান একদিন উপর ওয়ালার জবাবদিহীতা থেকে বাচার উপলক্ষ মাত্র. অন্যদের একই পথের যাত্রী হিসেবে অশ্লীলতামুক্ত ব্লগতৈরীতে স্বাগতম, ধন্যবাদ পরিশেষে ব্লগনির্মাতাদের আবারো ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.