আমাদের কথা খুঁজে নিন

   

ফটোসপ - অতি সহজে ত্বক সুন্দর ও মসৃন করার উপায়

"যত সমস্যা, তত সমাধান"

ফটোসপ এর সাহায্যে অতি সহজে ত্বক সুন্দর ও মসৃন করা যায় । যে কেউ ণীচের ধাপ গুলো অনুসরণ করে য়ে কোন ছবি সুন্দর করে নিতে পারেন । ১. ফটোসপ এ ছবিটি open করুন । ২. Layer panel এ Right click করে Duplicate Layer Select করুন । ৩. নতুন Layer টি Select থাকা অবস্থায় Menu Bar থেকে Filter > Blur > Gaussian Blur এ Click করুন ।

৪. এখান থেকে প্রয়োজন মত Radius এর মান নির্ধারণ করে Ok করুন । ৫. এবার Layer panel থেকে Add Layer Mask এ Click করুন । ৬.এবার Tools থেকে Paint Bucket Tool Select করুন । ৭. Foreground Color Black Select করে Art board এ Apply করুন । ৮. Tools থেকে Eraser Tool Select করুন ।

৯. প্রয়োজন মত Master Diameter set করে Hardness Zero(0) করে দিন । ১০.এবার যে যে অংশ মসৃন করা দরকার তা Eraser Tool দিয়ে মুছে ফেলুন । ১১. সব ঠিক হয়ে গেলে Save করে নিন । এভাবে আপনি মুখের ব্রন থেকে শুরু করে চোখের নীচের কালো দাগ, বলি রেখা, ভাজ দূর করতে পারেন Background এর মান অক্ষুন্ন রেখে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.