আমাদের কথা খুঁজে নিন

   

বিলেতের ডায়েরী-১৪: ১১ মাসের অপেক্ষা শেষে স্বদেশের পথে

oracle.samu@googlemail.com

এই মাত্র থিসিসের ডিফেন্স শেষে বাসায় ফিরলাম। সুপারভাইজারের ভাষ্য অনুযায়ী ডিফেন্স বেশ ভালই হয়েছে, আশা নরুপ রেজাল্টই হবে। আমার অবশ্য পাশ করলেই চলে হা হা হা । শনিবার সকাল ১০ টা ফ্লাইট হলেও, হিথরোর পথে রওনা হতে হবে শুক্রবার রাতেই। পেকিং-টেকিং শুরু করেছি বেশ আগেই।

তবু শেষ বারের মত আজ রাতে আবার বসতে হবে। পেকিং করতে বেশ মজাই লাগে, কেমন যেন অদ্ধুত এখটা ভাল লাগা গ্রাস করে। দেশে থাকা প্রিয় জনদের প্রতি ভালবাসার তৃব্রতা টের পাই তখন। বাংলাদেশে থাকতে দেশে ও আশ-পাশে থাকা মানুষগুলর প্রতি মমত্যবোধটা ঠিক সে ভাসে অনুভব করিনি, যা এখন করি। অন্তর্ত এ কারনেই প্রত্যেকের উচিত কিছু দিনের জন্য হলেও দেশের বাইরে থাকা; তা হলে নিজের ভেতরের সুপ্ত অনুভূতিগুলকে আবিষ্কার করা সম্ভব হবে।

বলতে দ্বিধা নেই আগের যে কোন সময়ের চেয়ে দেশ ও স্বজনদের প্রতি দায়িত্ব ও মমত্ববোধ অনেক বেশী তৃীব্র হয়েছে এই ১১ মাসে। এখানকার জীবন অনেক সার্টেইন বেচে থাকার জন্য নুন্যতম প্রয়োজনের চাইতে অনেক বেশি কিছুই এখানে পাওয়া যায়। তবে দেশের জ্যাম-জন্ঝাল ঠেলে ঘরে ফেরার প্রশান্তি এখানে অনুপস্থিত। হয়ত একারনেই মুঠোয় পাওয়া পিএইচডি অফারটা পায়ে ঠেলে দেশে ফিরছি .......... বন্যা-খরা, গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যায় ধুকতে থাকা দেশটাকে এখন বিলেতের চাইতেও পরম কাঙ্খীত গন্তব্য মনে হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।