আমাদের কথা খুঁজে নিন

   

ঐশী??? সবাই ঐশী নয় বিশ্বাস করুন নিজের সন্তানকে বন্ধু হোন তার!



ঐশী! ঐশী! ঐশী! আজীব এক কাহিনী ঠিক আছে বুঝলাম মেয়ে টা তার নিজের মা-বাবা কে মেরেছে! বেচারি এখনো বুঝে নি যে সে কি করেছে! কিন্তু জীবনের একটি পর্যায়ে সে বুঝবে এবং নিজের জীবন দিবে। এটাই বাস্তবতা। কিন্তু আমি এটা বুঝলাম না এই একটা মেয়ে এর জন্য কেন অন্য সন্তানদের বেপারে সবাই বাড়াবাড়ি করছে??? সবাই তো আর ঐশী নয়! তার চলা ফেরা এর দিকে লক্ষ রাখুন। সামাজিক মূল্যবোধ তার মধ্যে আনুন সন্তান এর ক্ষেত্রে অন্তত কখনো বেস্ততা দেখাবেন না। সে একা হয়ে পরবে তাহলে! ধিক্কার জানাই তাদের যারা এখানে রাজনীতি আনছে শিক্ষা নীতি এর দোষ দিচ্ছে... দোষ শিক্ষা নীতি এর না দোষ নিজেদের।

আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে বড় করেন তাহলে এতো চিন্তার কোনো বিষয় এটা না!! আপনি বাসায় এই বেপার নিয়ে যত কথা বলবেন আপনার সন্তান এর মাথায় ওই জিনিসটা বড় হতে থাকবে। উল্টা পাল্টা কিছু করে বসতে ও পারে নিজের সন্তান এর উপর বিশ্বাস রাখুন......কিন্তু এই একটা ঘটনা এর জন্য তার জীবনে কোনো পরিবর্তন তৈরি করার চেষ্টা করবেন না! যদি আপনার নিজের পরিচর্যা এর উপর বিশ্বাস থাকে তবে তার খোজ নিন তার সঙ্গে খোলামেলা আলাপ করুন তার বন্ধু হন!! তাহলে ভাবনার কোনো কারনই থাকবে না। কারন আপনি তাকে খারাপ হওয়ার জন্য জন্ম দেন নি। তার চলা ফেরা এর দিকে লক্ষ রাখুন। সামাজিক মূল্যবোধ তার মধ্যে আনুন সন্তান এর ক্ষেত্রে অন্তত কখনো বেস্ততা দেখাবেন না।

সে একা হয়ে পরবে তাহলে! ঐশী এর দোষ একা এর না আমি তার বাবা-মা কে ও দোষ দিবো তারা তাদের অবহেলা এর ফল ভুগেছে। এটি সৃষ্টিকর্তা এর একটি উদাহরনই মাত্র। এক হাতে তালি বাজে না। ঐশী জা করেছে তার মাদকাসক্ত অবস্থায় করেছে। তাই বলে আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনার সন্তান ও তাই করবে???? দয়া করে এসব বলে সন্তান এর মন ভাঙ্গবেন না।

তার বন্ধু হোন...কারন আপনার বন্ধুত্বই পারে আপনার সন্তানকে আপনার মত আপনার আদর্শে রাখতে বড় রা বলতে শুনেছি যে যেমন তার সন্তানরাও ওমন তো আপনারাই বুঝে নিন দোষ কি ঐশী এর একার???? আমি ঐশী এর পক্ষে না কিন্তু আমি শেই সন্তান দের পক্ষে যাদের মা বাবা আজ এই সামান্য ঘটনায় নিজের সন্তানদের সন্দেহের চোখে দেখছে!!! সন্তানকে বড় করছেন ভালো কথা!!! যদি নিজের আদর্শে নিজের মত করে বড় করতে পারেন তাহলে সন্দেহের কোনো অবকাশ নেই! কারন পৃথিবী এর কোনো শক্তিই তাকে খারাপ পথে নিতে পারবে না। নিজের সন্তানকে বিশ্বাস করুন সন্দেহ থাকলে আলাপ করুন আগেই শাসন নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।