আমাদের কথা খুঁজে নিন

   

অর্বাচিন বসন্ত

চেষ্টা করি ভালো করতে ।

পৃথিবীর পুরোণো বসন্তেরা এখন নেই আর, আর নাই সেই সব রাজকীয় বসন্তদের আনাগোনা । প্রাচীন দালানের ভুতুরে গর্তে শীতনিদ্রায় গেছে তারা । কনকনে সেই শীত কোনদিন নেবে না বিদায়; পৃথিবীর সব পাতা ঝরে যাবে ? সব পাতা ঝরে যাবে পৃথিবীর ! গজাবেনা একটিও কুঁড়ি আর ! চুলওয়ালা কবিগুলো ফিরবেনা, অসিম মুগ্ধতায় মাতাল হয়ে খুজবেনা কলম; হন্যে হয়ে ছুটবেনা চৈত্রের ক্লান্ত রৌদ্রের নিচে । সেসব বসন্তেরা চলে গেছে, তারাদের ও ফেলে অনেক পিছে । তাই একালের সুপ্ত কবিরা খুজতে থাকে তাদেরই ফসিল, আঁকাবাঁকা সাপের মতো অলিতে গলিতে; শুকনো নদীতে বাধা সাম্পানে গভির সমুদ্রের ভেতর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।