আমাদের কথা খুঁজে নিন

   

সবই কপালের দোষ, সরকার বা মানুষের কোন দোষ নাই.....



বাংলাদেশের মানুষ যে কোন দুর্ঘটনা বা কোন কিছু দ্বারা আক্রান্ত হওয়াকে নিয়তি ভাবে। যেখানে সরকারের কোন দোষ নাই, মানুষের কোন দোষ নাই। সব দোষ কপালে। আসুন কপালের আরো কিছু দোষ খুজে বের করি। ১. কপাল খারাপা না হলে এমন করে সন্ত্রাসীর গুলি পায়ে না লেগে হৃৎপিন্ড বরাবর লাগলো কেন? ২. কেউ টাকা দিয়েও চাকরি না পেয়ে ভাবে ,কপালে নাই তো অইবো কেমনে? কেন কুদ্দুসের থেকে ২ লক্ষ টাকা বেশি জোগার পারলো না।

৩. ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ কাটানো পর ভাবে, ভাগ্যটা এতই খারাপ যে পরিবারের কারনে ঈদের বোনাসটা দিয়ে একটা আইপিএস কিনতে পারলাম না। ৪. দুই বিঘা জমি বিক্রি করার পরও চিকিৎসা করিয়ে আপনজনকে সুস্থ করতে না পার‍াও ভাগ্যের নির্মম পরিহাস, কেন আরো দুই বিঘা জমি বাপে রেখে গেলনা? ৫. বিয়ের পর বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হ্ওয়াও কপালের দোষ, ঘটক বেটা কেন একটা ভালো মেয়ের সাথে বিয়ে ঠিক করলনা? ৬. প্রেমিকা আজ আরেকজনের, সেটাও কপালের দোষ। বাবা মারা যাওয়ার আর সময় পেলনা, এখন ভাইয়ে টাকা ভাবীর কারনে মানিব্যাগে উঠেন‍া । হায়রে কপাল। ৭. যানজটের কারনে সঠিক সময়ে কনফার্ম চাকরিটার সাক্ষাৎকার দিতে যেতে না পারায় চাকরিটা হলোনা, সেটাও কপাল।

কেন নিজের একটা গাড়ীতে না উঠে পাবলিক বাসে উঠতে হলো? ৮. কেউ রাস্তাঘাটে ছিনতাইয়ের কবলে পড়লে ভাবে কপাল খারাপ, এই রাস্তা দিয়ে হাটতে গেল কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।