আমাদের কথা খুঁজে নিন

   

(আপডেট...)::::::মোবাইল সেট চুরি/নষ্ট হয়ে গেলেও কোন সমস্যা নাই....-: মোবাইল ফোন বুক ব্যাক-আপ :-

www.nahidlink.com

এই পোষ্টটা লিখেছিলাম ...১লা এপ্রিল ২০০৮ . কালের বিবর্তনে...সাইটি অন্য কোম্পানী কিনে নিয়েছে এবং বাংলাদেশে সাইটি ব্যবহার করা যাচ্ছে না। Keep your Mobile contacts+Message+Calender+......Alive and secure. মোবাইল ফোন আজ আমাদের জীবনের একটি বিশেষ অঙ্গ হয়ে পড়েছে। কখনো এমন হয়েছে , মোবাইল ফোন নিতে ভুলে গিয়েছি,সারাটা দিন শুকনো লেগেছে। দুঃশ্চিন্তা হয়েছে, কোথা থেকে ফোন আসবে, কারা করছে, কোন দরকারি কথা মিস হয়ে গেলো কিনা...এইসব। আজকের আমাদের দৈনন্দিন জীবনে মোবাইলে কথা বলতে বলতে রিক্সাওয়ালা রিক্সা টানছে বা পানওয়ালা পান বিক্রি করছে এটা আর বিজ্ঞাপন নয় বাস্তব।

(torsablog) কিছু দিন আগে, একটেল কোম্পানীর অ্যাড দেখলাম (একটেল ফোন ব্যাক-আপ)......আপনার হয়তো ভাবতেছেন...গ্রামীন, বাংলালিংক, ওয়ারিদ, সিটিসেলে কবে আসবে। [এখন তো সব কোম্পানীই দিচ্ছে ফোন ব্যাক-আপ, কিন্তু ফ্রি না] আপনি ইচ্ছে করলে আপনার বর্তমান সংযোগটি দিয়ে এই সুবিধা পেতে পারেন... তার জন্য আপনার মোবাইল ফোনে ওয়াপ এ্যাকটিভ থাকতে হবে। =========================================== ফ্রি ফোন ব্যাক সার্ভিস দিয়ে যাচ্ছে....http://www.mobical.net ========================================== ১. ওয়েব-সাইটি ব্রাউজ করুন তারপর ক্রিয়েট ফ্রি এক্যাউন্ট অপশান থেকে রেজিষ্টেশন করুন ২. রেজিষ্টেশন প্রক্রিয়া শেষ হলে স্ক্রীনে Sync my phone অপশান দেখতে পাবেন। ক্লিক করুন... ৩. ক্লিক করার পর... আপনার মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানীর নাম সিলেক্ট করে একটু অপেক্ষা করুন। ৪. নীচে সার্পোটেড মোবাইল ফোন গুলি দেখতে পাবেন, সেখান থেকে আপনার মোবাইল ফোনটি সিলেক্ট করুন।

৫. মোবাইল ফোনটি সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারটি আপনার কিনা যাচাই করার জন্য একটি ফর্ম পুরন করতে হবে। ফর্মটিতে আপনার দেশের নাম এবং আপনার নাম্বারটি দিয়ে আপনার মোবাইল নাম্বারটি কর্নফাম করুন। ৬. ভেরিফাই করার পর সার্ভিস পেইজটি আসবে। যেখান থেকে আপনি আপনার মোবাইল ফোন টি Sync my phone এ ক্লিক করুন। ৭. তার পর বাকী স্টেপ গুলি জিপি ইন্টানেট সের্টিংস এর মত... কোম্পানী একটা কনফিগ...মেসেজ পাঠাবে.... ৮. মেসেজটিকে ১২৩৪ দিয়ে সংরক্ষন করুন ৯. তারপর.... আজ আর পারছি না...........আগামীকাল বি.দ্রঃ গ্রামীন সিম ১০০% কাজ করে. অন্যন্যা সীম দিয়ে মেসেজ গুলি আসতে অনেক দেরী করে।

আর কিছু জানার থাকলে মন্তব্যের কলামে জানাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।