আমাদের কথা খুঁজে নিন

   

চিকনমিয়া কে লেকা খোলা চিটি


চিকন মিয়া , অনেকদন পরে চিকনা জ্যাডার কতা মনে পইরা বুকের বিত্রে চিন্চিন কর্লো। ভাব্লাম যাই জ্যাডারে দেইকা আসি। তা জ্যাডা কেমুন আচো? অনেক্দিন তুমার কুনু বার্তা (মাইনাস) পাইনা। সামু ব্লগে একমাত্র তুমারে নিয়াই এক্কান কোব্তে লিক্চিলাম। নাম ছিলো চিকন মিয়া বেজায় মোটা এমুন কোবতে আর কারেও নিয়া লিকি নাই।

তুমার মনে আচে কি না জানাইও। ব্লগের ইদানিংকার বাতাস বড়ো বিষময় (বিস্ময় নহে) ঠেকে । ঠিক মতোন শ্বাস নিতে গেলেই দেকি কেউ না কেউ টুঁটি চাপিয়া দরিতেচে। তাই ইন্হেলার নিয়া গুরি। কতা কৈতে ডর লাগে।

ব্লগার্রা আগের মতোন সহনশীল না। শুদু গালি পাড়ে ' ছাগু, ভাগু, রাজাকার, ভাজাকার'' কৈয়া। কৈ গেল সেইসব দুর্দান্ত দিনগুলান। আপসুস, বড়ই আপসুস। পত্রপাট জবাব দিতে চেষ্টা করিও।

পরিশেষে তুমার সুসাস্থ্য কামনায়, গুপী গায়েন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।