আমাদের কথা খুঁজে নিন

   

ওরা স্বার্থপর নয় ভাগ করে খায়

আমার আমি নাই

শাকিল সরকার মানুষের নিকটতম আত্মীয় বোনোবো প্রজাতির বানর স্বার্থপর নয়। কোনো খাবার যখন তাদের সামনে আসে তখন তারা একাই তা সাবাড় করে দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে না। বরং অপো করে অন্য সঙ্গীদের জন্য। সবাই যখন আসে তখন তারা সেই খাবার ভাগ করে খায়। মানুষসহ অনেক প্রজাতির প্রাণীর কাছেই এমনটি আশা করা কঠিন।

বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করে এমনটিই মন্তব্য করেছেন। কারেন্ট বায়োলজি জার্নালে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির ড. ব্রায়ান হার এবং কঙ্গোতে বোনোবোদের একটি সেন্টারে কর্মরত সুজি কুইটেন্ডা বলেছেন, তারা একটি ুধার্ত বোনোবোকে খাদ্যে ভরপুর একটি কে প্রবেশ করিয়ে তার আচরণ পর্যবেণ করে দেখেছেন। ওই করে পাশে ছিল আরও দুটি ক। একটি ছিল খালি এবং অপরটিতে ছিল একটি বোনোবো।

ড. হার বলেন, ুধার্ত বোনোবোটি ইচ্ছা করলেই তার প্রিয় খাবার একাই সাবাড় করে দিতে পারতো। কিন্তু সে তা না করে অন্য বোনোবোকে সেখানে আসার সুযোগ দেয় এবং দু’জনে ভাগ করে তা খায়। কিন্তু কেন তারা এটি করে তা নিয়েই গবেষণা চলছে। ড. হারের মতে, ভবিষ্যতে যাতে সুবিধা পাওয়া যায় সেই কারণেই হয়তো তারা এমনটি করে থাকতে পারে। নইলে খাবার পেলে একাকীই সাবাড় করে দিত তারা।

কিন্তু আসলে কী তাদের এমন কাজে অনুপ্রাণীত করে তা নিয়েই এখন ভাবা দরকার। এটা বের হলেই নিশ্চিত হওয়া যাবে মানুষও কি কারণে স্বেচ্ছায় কোনো খাবার অন্যের সঙ্গে ভাগাভাগি করে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।