আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম, সেক্স, ভিডিও, বিবাহ, ডিভোর্স, অতঃপর???? (অভিজ্ঞ/আইনজীবিরা সাহায্য করেন)

আমার বন্ধুর কাজিন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ময়মনসিংহতে। তার প্রেম হয় ইউনি এডমিশন কোচিং এর সময় একটি ছেলের সাথে। ছেলেটি বর্তমানে পটুয়াখালি বি ও প্র বিশ্ব তে পড়ে। তাদের প্রেম ৬ মাস পার হতে না হতেই মেয়ের ভাই জেনে যায়। ক্লাসমেটের সাথে ফার্স্ট ইয়ারে প্রেম না করার জন্য বলে।

কিন্তু মেয়েটি চুরি করে প্রেম চালিয়ে যায়। পরবর্তিতে মেয়ের বিয়ের প্রস্তাব আসতে থাকে এবং একটা বিয়ে ঠিক ও হয়ে যায়। এর ই মাঝে জানা যায় যে তারা চুরি করে কাজি অফিসে বিয়ে করে ফেলেছে। কিন্তু এদিকে নতুন ছেলে দেখা শেষ। তারা মেয়েকে অনেক পছন্দ করেছে এবং ১৫-২০ দিনের মাঝে বিয়ে করতে চাই।

ফলে মেয়েকে চাপ দেয়া হয় ফাইনাল সিদ্ধান্ত জানানোর জন্য। মেয়ে ছেলে কে ফোন করে বলে তাকে তুলে নেবার জন্য। কিন্তু ছেলে তো ছাত্র তাও আবার মাত্র ফার্স্ট ইয়ার শেষ করেছে। ফলে সে বলে সে এখন পারবে না। সে বলে মেয়েকে পড়লেখা শেষ করিয়ে দিতে হবে।

কিন্তু এর আগে যখন প্রেমের বিষয়টি জানাজানি হয় তখন তাদের পাগ্লামির জন্য তাদের বিয়ে দিয়ে দেবার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তখন ছেলের বাবা রাজি না থাকায় এবং ছেলে মেয়েকে তুলে নিতে পারবে না মেয়েকে পড়িয়ে দিতে হবে এই শর্ত দেয়ায় বিয়ে বাতিল হয়ে যায়। এরপর তারা গত বছর চুরি করে বিয়ে করে ফেলে। তারপর তারা মাঝে মাঝে দেখা করত চুরি করে। তাদের মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে উঠে মানে তারা সব কিছু করে ফেলে।

তাদের অন্তরংগ মুহুর্তের একটি ভিডিও ছেলে করে ফেলে মেয়ের অজান্তেই। পরে মেয়েকে সেটি দেখায়। কিন্তু মেয়েটি তেমন কিছু বলে না কারন বলে লাভ ও হত না। যাহোক ভিডিওটি ছেলের কাছে থেকে যায়। এখন যেহেতু মেয়েটির অন্যত্র বিবাহ ঠিক হয়েছে তাই মেয়ে তাকে তুলে নেবার কথা বললে সে বলে সে এখন পারবে না।

সে বলে মেয়েকে পড়লেখা শেষ করিয়ে দিতে হবে। কিন্তু মেয়ের ফ্যামিলি আগে যা একটু পজিটিভ ছিল চুরি করে বিয়ে করার কারনে সম্পুর্ন বেকে বসেছে। এবং মেয়ে পক্ষের আত্মিয়রা সবাই এর বিপক্ষে যে তারা মেয়েকে পড়িয়ে দিতে পারবে না। ফলে মেয়েকে পড়িয়ে দেবার সিদ্ধান্ত নিলে মেয়ের ফ্যামিলিকে সেপারেট হয়ে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে হবে আত্মিয় স্বজনদের বাইরে এসে। তাই ছেলেকে বলা হয় মেয়েকে হয় তুলে নিবে না হলে ডিভোর্স দিবে? ফলে ছেলে বলে সে ডিভোর্স দিবে কোনো ঝামেলা করবে না।

এই কথাটি হয় মেয়ে এবং ছেলের মাঝে। সেই হিসাবে মেয়েকে ডিভোর্স দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং কিছুদিন পরে পছন্দ করা নতুন ছেলের সাথে বিয়ে দেয়া হবে। কিন্তু ছেলে মেয়েকে শর্ত দিয়েছে তার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে হবে। এখন বিষয় হল ছেলে মেয়েকে ওই ভিডিও দিয়ে ব্লাকমেইল করতে পারে এবং যতটুকু মনে হয় করবে।

মেয়ে তার সংসার ভাংগার ভয়ে কাউকে না বলে চুরি করে ছেলের সাথে দেখা করতে পারে। কিন্তু একদিন ঠিক ই ধরা খাবে ফলে তখন সব ই হারাবে। ওই ছেলের কাছ থেকে মক্তি পাবার কি কোন পথ আছে? কিভাবে এই সমস্যার সমাধান করা যায়??? কোন আইনি পথ আছে??? সম্মান রক্ষার জন্য মেয়ের পরিবার সম্পুর্ন বিষয়টি গোপন রাখতে চাচ্ছে? তারা চাচ্ছে ছেলের সাথে আপোস করে মিমাংসা করতে কিন্তু ওই ভিডিওটা অনেক বড় একটা সমস্যা হয়ে আছে। সুতরাং আপনারা যদি কোনো সমাধান জানেন তবে জানান। কারন মেয়ের বিবাহ আসন্ন।

ভাই আমি কিন্তু সাধু বা মহান সাজার জন্য এই পোস্ট দেই নি। আমি শুধু একটি পরিবারের চিন্তাধারা তুলে ধরলাম বিয়ের ব্যাপারে। এই ব্যাপার তেমন কেউ জানেনা বললেই চলে। নতুন ছেলে ও কিছুই জানেনা। শুধু মেয়ের পরিবার, মেয়ের ১-২ জন আত্মিয়।

আমি জানি ঘটনা ধামা চাপা দেয়া হচ্চে এবং নতুন ছেলেটাকে ঠকানো হবে। আমি আবার বলছি আমি কিন্তু রিয়েল ঘটনাটা বলার চেস্টা করছি। বাস্তবে কি ঘটে তাই বলার চেস্টা করছি। সবাই প্রয়োজনে অনেক কিছুই চাপা দেয়। সামান্য আমি নতুন একটা বাসা ঠিক করলাম বললো যে পানির কোন সমস্যা নেই সবসময় ওকে।

কিন্তু বাসায় উঠে দেখলাম মাত্র তিনবেলা পানি থাকে। আমিও বলেছিলাম যে এইটা ঠীক না। কিন্তু বিষয়টা হল মেয়ে কারোকাছে কিছু স্বীকার করে না বা সমস্যা হলে কিছু বলে না। মেয়ের পরিবার থেকে এমন একটা সিদ্ধান্ত এসেছিল যে মেয়েকে ডিভোর্স করিয়ে নিয়ে পড়ালেখা শেষ হলে তারপর বিয়ে দেয়া হবে। কিন্তু মেয়েকে নিয়ে ভরসা করা যাচ্ছে না সেটা সবথেকে বড় সমস্যা।

মেয়ের বিয়ে না হলে শুধু ডিভোর্স হয়ে থাকলে আবার ওই ছেলের সাথে যোগাযোগ করতে পারে এই ভয় আছে। আর এটা প্রায়ই ঘটছে। মেয়ে যেহেতু পড়ালেখা করে তাই তাকে তো আর ঘরে বেধে রাখা যায় না। বা তার পিছু পিছু সারাক্ষন লোক থাকাও সম্ভব না। মেয়েকে কন্ট্রোল করা গেলে তেমন প্রব্লেম হত না।

ফলে রিস্কটা উভয় দিক থেকে। ও গুরুত্বপূর্ন একটা তথ্য দিতে ভুলে গেছি নতুন (হবু) ছেলেটা কে মেয়ের বেশি পছন্দ না এবং বয়সের পার্থক্যটা ও খুব বেশি ১৩ মত কিন্তু চেহারাতে তার কোনো ছাপ নেই। ছেলের ফ্যামিলি স্ট্যাটাস খুব খুব ভালো এবং জবটাও বেশ ভালো এজন্য মেয়ের ফ্যামিলি খুব আগ্রহি এই ছেলের সাথে বিয়ে দিতে এবং ছেলেরা মেয়েকে অনেক পছন্দ করেছে তাই তারাও খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে। অনেক বলে তাদের আগামি মাস পর্যন্ত ঠেকানো হয়েছে। আর এ ব্যাপারে মেয়ের মন্তব্য হচ্ছে বাবা মার খুশির জন্য (যদিও আগে মনে ছিল না থাকলে এই কাজ করত না) বাবা মায়ের সম্মান রক্ষার জন্য বাবা মা যে ছেলে পছন্দ করবে তাকেই বিয়ে করবে।

ফলে মেয়ের তেমন আপত্তি নাই। কিন্তু দুটো ছেলের দিক থেকেই অনেক বড় রিস্ক থেকে যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.