আমাদের কথা খুঁজে নিন

   

আকাশি কাইকিও

জাপানের কোবে অ্যান্ড আওয়াজি-সিমায় অবস্থিত আকাশি কাইকিও ব্রিজকে এ সময়ের সবচেয়ে আধুনিক এবং বিস্ময়কর ব্রিজ মনে করা হয়। ৪.৩ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। ঝুলন্ত এ ব্রিজটির দৈর্ঘ্য ১২,৮২৮ ফুট। ব্রুকলিন থেকে প্রায় চারগুণ লম্বা এ ব্রিজটি যেমন লম্বা তেমনি উঁচু। এ দুটি টাওয়ার ৯২৮ ফুট লম্বা।

এ ব্রিজটির অবস্থান একটি ব্যস্ত বন্দরের খুব কাছাকাছি। জাপান আবহাওয়া প্রতিকূল একটি দেশ। বছরে ৫৭ ইঞ্চ বৃষ্টিপাত ছাড়াও ভূমিকম্প, হ্যারিকেন, বাতাস, সুনামি ইত্যাদি লেগেই থাকে। আর সব ধরনের প্রতিকূল পরিবেশের কথা মাথায় রেখেই এ ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটির নিচে ত্রিভুজাকৃতির ট্রাস দিয়ে তৈরি করার কারণে এটি একদিকে যেমন দৃঢ় তেমনি বাতাস সহজেই প্রবাহিত হতে পারে।

শুধু তাই নয়, এতে এমন এক প্রযুক্তি লাগানো হয়েছে যা বাতাসের গতির সঙ্গে খেলা করে বাতাসের প্রভাবকে কমিয়ে দেয়। এ ব্রিজ ১৮০ মাইল গতিবেগের বাতাস পর্যন্ত সহ্য করতে পারে এবং ৮.৫ রিকটার স্কেলের ভূমিকম্পতেও এ ব্রিজ দাঁড়িয়ে থাকতে সক্ষম।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।