আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ফ্রিডম ডে`র আড্ডাতে আপনি আমন্ত্রিত

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

একটি বিশেষ ঘোষণা! আগামী শনিবার সফটওয়্যার ফ্রিডম ডে উদযাপন উপলক্ষ্যে লিনাক্স ব্যবহারকারীদের নিয়ে আমরা একটা আড্ডার আয়োজন করতে যাচ্ছি। অবশ্য শুধু লিনাক্স ব্যবহারকারীরাই নয় বরং যারা লিনাক্সের 'ল' ও জানেনা তারাও আমন্ত্রিত সেখানে। সেখানে কোনো টেকনিকাল প্যাকপ্যাকানি হবে না, কেবলই আড্ডা হবে, নির্জলা আড্ডা - কোন বদ্ধ রুমে নয় বরং খোলা আকাশের নীচে প্রাঞ্জল আড্ডা! অন্যভাবে মিলনমেলাও বলা যায় এই আড্ডাকে। আড্ডার সময়সূচী ও তারিখ নীচে দেয়া হলঃ সময়ঃ বিকাল ৪টা তারিখঃ শনিবার, ১৮ই সেপ্টেম্বর স্থানঃ ছবির হাট, চারুকলা ইন্সটিটিউটের উল্টোদিকে যোগাযোগঃ ০১৭১৩ ২৭ ১৭ ৩৭ (এঞ্জেল) যারা আসতে আগ্রহী তারা দয়া করে এই পোস্টে জানিয়ে যাবেন, যাতে আমরা উপস্থিতির ব্যাপারে একটা সম্ভাব্য ধারনা পেতে পারি। আশা করছি জমজমাট একটা আড্ডা হবে সবার সাথে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.