আমাদের কথা খুঁজে নিন

   

বিমুহূর্ত সমস্ত প্রহর

বাঙলা কবিতা

সমস্ত প্রহর শুধু, ধু ধু... দিন দিন লাগে; রাত্রিরও মধ্যমায় দুপুরের ফলিত বিন্যাস ! হায় রাঙারাত____ মগ্ন, তার আঁচলের মহিমা খোলে না ... চল্লিশ বছর যদি একটানা দিন, দিন, দিন ... চল্লিশ বছর যদি একটানা রাত, রাত, রাত ... ব-দ্বীপের বালু আর ঢেউয়ের ক্রন্দন ছাড়া কোনও গান ভাবতে পারি না___ তবু আজ এ রকম হলো মর্মান্তিক, বাংলায়; আমারও বুকের মধ্যে মনোটোনাস মুহূর্তের খেলা অকস্মাৎ, বজ্রসহ বৃষ্টির মত ঝম ঝম ঝম নেমে এলো... এক নগ্ন সবুজ দানব এসে ভয়ঙ্কর হাসি আর নৃত্যের তাণ্ডব ছড়াতে ছড়াতে দ্যাখো, মুছে দিচ্ছে দিন আর রাত্রির সীমানা ... শুভ্র হাঁসের ঝাঁক শিশুদের সাথে পড়ন্ত বিকেল জেনে, খেলা করছে রাত্রির বিষণ্ন প্রহরে, তারা তো ক্লান্ত, বিশ্রান্ত হয়ে গেল... মাঠে মাঠে এইসব সর্বনাশা খেলা নিষ্ঠুর, নিষ্ঠুর ... শিশু আর হাঁসেদের বোঝানো গেল না, ফেরানো গেল না ... হাঁস আর শিশুদের চোখ লাল___ অবিরাম তুলতুলে পা'গুলি আহত, অবুঝ সে রক্তপাত ছুঁয়ে আজ আমার ইচ্ছে হলো প্রতিরোধহীন এই ক্ষতি থেকে জন্মের উজানে ফিরে যাই ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.