আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর



প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর ঈদের নামাজ আদায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মোঃ আফছার“ল আমীন শনিবার চট্টগ্রামের দামপাড়ায় জমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। তিনি দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। পরে তিনি নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভে”ছা বিনিময় করেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খাতা কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় এবং সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভে”ছা বিনিময় করেন। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সারা দেশের মত খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুর“ত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়। খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল ৮-৩০টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ বিশাল জামাতে ইমামতি করেন খুলনা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ সালেহ। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি খুলনা সার্কিট হাউস ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পর ঈদের শুভে”ছা বিনিময় করেন। নগরীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯-৩০টায়। নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ ও ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে ২টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর খুলনা আলীয়া মাদ্রাসা, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দীকিয়া মাদ্রাসা ময়দান, তালিমুল মিল¬াত মাদ্রাসা, দার“ল উলুম মাদ্রাসা ময়দান, আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবনচরা, চাঁনমারী, রূপসা, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া কবর¯’ান জামে মসজিদ. জেলা পুলিশ লাইন ময়দান, জোড়াগেট সিএন্ডবি কলোনী মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মাঠ, দৌলতপুর রেলওয়ে ময়দান, বিএল কলেজ মাঠ, দেয়ানা ঈদগাহ ময়দান এবং ফুলতলা সহ নগরীর বিভিন্ন মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, জেলখানা, শিশু সদন, ভবঘুরে কেন্দ্র ও দুঃ¯’ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। রাজশাহী নগরীতে পবিত্র ঈদ-উল ফিতর উদ্যাপন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শনিবার রাজশাহী নগরীতে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। রাজশাহীতে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় হযরত শাহমুখদুম (র কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পদ¯’ সরকারি কর্মকর্তা, নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওলামাকেরামগণ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

নগরীর দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত মোহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ্ ময়দান এবং সাহেব বাজার বড় রাস্তায় সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। সাহেব বাজার বড় রাস্তায় ঈদের জামাতে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়র“জ্জামান লিটন নামাজ আদায় করেন। তিনি নগরীর সর্বস্তরের জনগণের প্রতি ঈদ উপলক্ষ্যে অভিনন্দন জানান এবং নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদের শুভে”ছা বিনিময় করেন। একই সময়ে পিএন সরকারি বালিকা বিদ্যালয় মাঠে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রায় একই সময়ে পাঁচ-আনী মাঠ, হাজী লাল মোহাম্মদ ঈদগাহ, মহিষ বাথান ঈদগাহ, হড়গ্রাম ঈদগাহ, সিরোইল হাই স্কুল মাঠ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, উপশহর ঈদগাহ, মেহেরচন্ডি চিশতিয়া খানকা শরীফ, ভাটা পাড়া ঈদগাহ ময়দান, সুলতানাবাদ জামে মসজিদ, রেল ষ্টেশন চত্ত্বর এবং পুলিশ লাইন মাঠে ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের শুভে”ছা বিনিময় রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান শনিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যগণ, ঢাকার মেয়র, পদ¯’ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ ঈদের নামাজে শরিক হন। পরে রাষ্ট্রপতি পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভে”ছা বিনিময় করেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, মন্ত্রিপরিষদের সদস্যগণ, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, সুপ্রীম কোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কমিশনের চেয়ারম্যানবৃন্দ, সরকারের সচিববৃন্দ, জাতীয় অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সিনিয়র আইনজীবীগণ, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকগণ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, পদ¯’ সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদের শুভে”ছা বিনিময় অনুষ্ঠানে যোগদান করেন। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।

শুভে”ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে আলাপকালে দেশের আপামর জনগণের প্রতি ঈদের শুভে”ছা জানান। তিনি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান। রাষ্ট্রপতি এ বিশেষ দিনে মহান আল্লাহর দরবারে দেশবাসীর অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। আগাম ঈদুল ফিতর উদযাপন করলো কিছু মানুষ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হলেও এর একদিন আগেই দেশের কিছু এলাকায় শুক্রবার ঈদ উদযাপন করা হয়। এদের কেউ কেউ পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে আবার কেউ কেউ কোন পীরের অনুসারী হিসাবে ঈদ উদযাপন করেন।

মুন্সিগঞ্জ : সদর উপজেলার আধারা, বেহেরকান্দি, মিজিকান্দি, মুন্সিকান্দি, আনন্দপুর, শিলই, বাঘাইকান্দি, জাজিরার কিছু অংশ, আকাল মেঘ রাকের কান্দি গ্রামের ২ হাজার পরিবারসহ জেলার ১৩টি গ্রামের সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন। বরগুনা : সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, হলদিয়া ইউনিয়নের চিলা, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামের আহমাদিয়া স¤প্রদায়ের মুসলমান ও শাহ সা’বের অনুসারীরা শুক্রবার ঈদ উৎসব পালন করেন। সকালে বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহ সা’বের বাড়ি, কুকুয়া ও হলদিয়ার চিলা গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য গ্রামেও আলাদা আলাদা ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আহমাদিয়া স¤প্রদায়ের অনুসারী মোখলেসুর রহমান শরীফ জানান, তারা হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পšি’।

তারা সৌদী আরবের নিয়মের সাথে মিল রেখে ঈদ করে থাকেন। গোজখালী গ্রামের আ. জলিল জানান, তারা শাহ সা'বের অনুসারী, গোজখালী ও চিলা’র অনুসারীরা রোজাও একদিন আগে শুর“ করেছিলেন। তাই ঈদও আগে পালন করছেন। লক্ষ্মীপুর : সৌদি আরবের সাথে মিল রেখে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিনপাড়া, রায়পুর উপজেলার কলাকোপাসহ ৬টি গ্রামের মুসল্লিগণ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেন। এ সব গ্রামের মুসল্লিরা পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ঈদের নামাজ আদায় করেন।

সকাল ৯টায় রামগঞ্জের জয়পুরা গ্রামে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মাওলানা ইসহাকের (র অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে থাকেন। দিনাজপুর : দিনাজপুর বালুয়াডাঙ্গা ডেফোডিল কমিউনিটি সেন্টারে পার্শ্ববর্তী এলাকার কিছু মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এসব এলাকার মুসল্লিরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামায়াতের আয়োজন করেন বলে জানা যায়। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান শনিবার সকাল ৮-৪০ মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ফজলুল করিম, শ্রম ও কর্মসং¯’ান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, স্বা¯’্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. এ এফ এম র“হুল হক ও শিক্ষামন্ত্রী নূর“ল ইসলাম নাহিদসহ মন্ত্রীমন্ডলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবর্গ, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারকগণ, উর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। সর্বস্তরের শতশত মানুষও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মওলানা মুহম্মদ সালাহউদ্দিন ঈদের নামাজ পরিচালনা করেন। দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান নামাজের পর মুসল্লীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ঈদের জামাতের আয়োজন করে। জাতীয় ঈদগাহে মহিলা ও বিদেশী কূটনীতিকদের জন্যও ঈদের নামাজের বিশেষ ব্যব¯’া করা হয়। ডিসিসি মুসল্লীদের জন্য খাবার পানি ও মোবাইল টয়লেটের ব্যব¯’া করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, ঈদগাহ ময়দানের চারপাশের এলাকায় সর্বাত্মক নিরাপত্তার ব্যব¯’া করে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্যে প্রধানমন্ত্রীর খাবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের জন্যে খাবার পাঠিয়েছেন।

শনিবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব খায়র“ল ইসলাম, সাইফুজ্জামান শেখর, প্রটোকল কমকর্তা প্রলয় জোয়ার্দ্দার ও সহকারী প্রেস সচিব আসিফ কবীর প্রধানমন্ত্রীর পাঠানো খাবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে খাবার গ্রহণ করে মোশারফ কামাল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি যুদ্ধাপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধুর খুনী যাদের বিচারের রায় এখনো কার্যকর হয়নি তাদের ফাঁসির আদেশ কার্যকর করার ব্যাপারে সকল প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভে”ছা বিনিময় করেছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতৃবৃন্দ শনিবার গণভবনে দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভে”ছা বিনিময় করেছেন। আওয়ামী লীগ ছাড়াও উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভে”ছা বিনিময় করেন।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দেন। এ সময় তার সাথে ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, দফতর সম্পাদক ও গৃহায়ন এবং পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, খাদ্য ও দুর্যোগ ব্যব¯’াপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ। এ ছাড়াও যুবলীগ, মহিলা যুবলীগ, স্বে”ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপ¯ি’ত ছিলেন। পরে প্রধানমন্ত্রী সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভে”ছা বিনিময় করেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের সাথে প্রধানমন্ত্রীর ঈদ শুভে”ছা বিনিময়ের কথা থাকলেও দুপুর ১২টার পরও এ শুভে”ছা বিনিময় চলতে থাকে।

জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় ঈদ জামাত অনুষ্ঠিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার সকাল সাড়ে নয়টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, হুইপ আ স ম ফিরোজ, হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে স্পিকার মুসল¬ীদের সাথে ঈদের শুভে”ছা বিনিময় করেন। বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার এমপি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু, বিভাগীয় কমিশনার মো. নুর“ন্নবী তালুকদার, র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. মুনির“ল হক, জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার অসংখ্য মানুষ সেখানে ঈদের জামাত আদায় করেন। মহিলাদের জন্যও প্রধান জামাতে বিশেষ ব্যব¯’া ছিলো। নগরীর সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন আহম্মেদ বেগ প্রধান জামাতে ইমামতি করেন। জেলার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় চরমোনাই দরবার শরীফ মাঠে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঈদ জামাতে প্রায় ২০ হাজার মুসুল¬ী অংশগ্রহণ করেন।

চরমোনাইর পীর মাওলানা সৈয়দ রেজাউল করিম জামাতে ইমামতিত্ব করেন। ছারছীনা দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় এবং গুঠিয়ায় বায়তুল আমান মসজিদ কমপে¬ক্সে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর জামে কসাই মসজিদে সকাল ৯টায় প্রথম ও সাড়ে ১০টায় দ্বিতীয়, জামে এবাদুল¬াহ মসজিদে সকাল ৯টায় প্রথম ও সাড়ে ১০টায় দ্বিতীয়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টায় প্রথম ও সাড়ে ১০টায় দ্বিতীয়, পুলিশ লাইনস্ জামে মসজিদে ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়সহ নগরী এবং জেলায় ঈদের কয়েকশ’ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত নির্বিঘেœ অনুষ্ঠানের জন্য র‌্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সং¯’ার সদস্যরা সতর্কভাবে দায়িত্ব পালন করেন। নড়াইলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঈদগাহ ময়দানে নড়াইলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

ঈমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আশরাফ আলী। এখানে নামায আদায় করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ। জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন ঈদগাহে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাযের জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতার উপলক্ষে ঈদগাহগুলোতে তোরণসহ জাতীয় ও কালেমা তৈয়্যেবা লিখিত পতাকা উড়ানো হয়। লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত লক্ষ্মীপুরে শনিবার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলা কালেক্টরেট ভবনের সামনে।

ঈমামতি করেন মাওলানা হামিদুল ইসলাম। এতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক আবুল বাশার মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার মো: নজরুল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল আজিজ, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে, লক্ষ্মীপুর জজ কোর্ট ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাঁহ মাঠে জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৯টায়। লামচরী মসজিদ ঈদগাঁহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতর পালিত জেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক ব্যব¯’াপনায় শহরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের প্রধান জামাত হবার কথা থাকলেও সকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে তা সম্ভব হয়নি । তবে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় নতুন পুলিশ লাইন জামে মসজিদে। ঈদের দিন শহরের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯টায় হাসপাতাল জামে মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, এপিবিএন জামে মসজিদ, বায়তুল নুর জামে মসজিদ, শান্তিনগর জামে মসজিদ, গারাঙ্গীরা কমপে¬ক্স ও মোহাম্মদপুর জামে মসজিদে। সকাল ৯টায় পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, শালবন জামে মসজিদ, কুমিল¬াটিলা জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসজিদ, কুমিল¬াটিলা আম বাগান জামে মসজিদ, পুর্ব ইসলামপুর জামে মসজিদ , দক্ষিণ গঞ্জপাড়া জামে মসজিদ, উত্তর গঞ্জপাড়া জামে মসজিদ ও শব্দমিয়া পাড়া জামে মসজিদ-এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সোয়া ৯টায় ইসলামপুর জামে মসজিদে ঈদের শেষ জামাত অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের প্রধান জামাতে ঈমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন। খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক আনিস-উল-হক ভূইয়া, পৌর মেয়র মোঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলমসহ ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ উপলক্ষে জেলখানা, এতিমখানা, শিশুসদন ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। ঈদের দিন ভোরে সকল সরকারী-বেসরকারী বানিজ্যিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া ঈদগাঁ ও শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে রং-বেরঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়। খাগড়াছড়ি পৌরসভাসহ শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আলোক সজ্জারও আয়োজন করে। এ ছাড়া জেলার ৭টি উপজেলার শাহী জামে মসজিদ গুলোতে সুন্দর ও শান্তিপূর্ণ উপায়ে ঈদের জামাত অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। কূটনীতিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে বেগম জিয়ার ঈদ শুভে”ছা বিনিময় বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শনিবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন¯’ লেডিস ক্লাবে বিভিন্ন দেশের কূটনীতিক, সমাজের বিশিষ্ট নাগরিক, দলীয় নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভে”ছা বিনিময় করেন। সকাল ১১টায় প্রথমে তিনি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভে”ছা বিনিময় করেন।

কূটনৈতিক মিশনের ডিন ঢাকা¯’ ফিলিস্তিনের রাষ্ট্রদূত শেরশাহ মাহমুদের নেতৃত্ব সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ডেনমার্ক, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ ৩৮টি দেশের কূটনীতিক এ সময় উপ¯ি’ত ছিলেন। পরে বেগম জিয়া সমাজের বিশিষ্ট নাগরিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভে”ছা বিনিময় করেন। বিএনপি মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন, ¯’ায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, নজর“ল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সারোয়ারী রহমান, দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এম শমসের মবিন চৌধুরী প্রমুখ এ সময় উপ¯ি’ত ছিলেন। ঈদ শুভে”ছা বিনিময় শেষে আজ দুপুরে বিএনপি চেয়ারপার্সন শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তিনি কিছু সময় অব¯’ান করেন এবং জিয়ার র“হের মাগফেরাত কামনা করেন।

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ ধানমন্ডি¯’ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের পক্ষ থেকে পরে বনানী করব¯’ানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এবং বাংলাদেশ আওয়ামী ওলেমা লীগ অনুরূপ কর্মসূচি পালন করে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদের জামাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত শনিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুর“ হয় ঈদের জামাত। কিš‘ এর অনেক আগেই শোলাকিয়া পরিণত হয় বিশাল জনসমুদ্রে। এ বছর শোলাকিয়ার ঈদ জামাতে ইমামতি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। জামাত শুর“র আগে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী আগত মুসল্লি¬দের স্বাগত জানান। এছাড়া এ মাঠে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের প্রায় সাড়ে ৩ লক্ষাধিক মুসল্লি¬ ঈদের নামাজ আদায় করেন।

উপমহাদেশের বৃহত্তম এই ঈদ জামাতকে সামনে রেখে গ্রহণ করা হয় ব্যাপক প্র¯‘তি। মুসল্লি¬দের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন ও অন্যান্য যানবাহনের ব্যব¯’া করা হয়। এবারও এ ঈদগাহ থেকে ঈদের জামাত সরাসরি স¤প্রচার করেছে চ্যানেল আই। এছাড়া বিভিন্ন সংবাদপত্র, বার্তা সং¯’া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা আগে থেকেই শোলাকিয়ার ঈদ জামাতের সংবাদ পরিবেশনের জন্য কিশোরগঞ্জে আসেন। ঈদ জামাতের নিরাপত্তার জন্য পুলিশ, বিডিআর, র‌্যাব, স্কাউটস ও স্বে”ছাসেবকরা ঈদগাহ মাঠ এবং শহরে নিশ্চিদ্র নিরপত্তা বলয় গড়ে তোলে।

তল্ল¬াশী ছাড়া কাউকে মাঠে ঢুকতে দেয়া হয়নি। এছাড়া বসানো হয় শর্টসার্কিট ক্যামেরা। এদিকে রাস্তার মোড়ে-মোড়ে তোড়ন নির্মাণসহ শহরকে বিশেষভাবে সজ্জিত করা হয়। ঈদগাহ মাঠের আশে-পাশে জমে ওঠে ঈদমেলা। দেশের দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে মেলায়।

জর“রি চিকিৎসাসেবায় নিয়োজিত ছিল মেডিক্যাল টিম। দুর্ঘটনা মোকাবেলায় প্র¯‘ত ছিল ফায়ার সার্ভিস। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় মুনাজাত করা হয়। এছাড়া ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন-সংগ্রামের শহীদদের র“হের মাগফেরাত কামনা করা হয়। মাঠের সামনের অংশে মুক্তিয়োদ্ধাদের জন্য সংরক্ষিত কাতার ছিল।

ঈদুল ফিতরে কুষ্টিয়ায় নারীরাও ঈদগাহে নামাজ আদায় করেছেন কুষ্টিয়ায় পুর“ষের পাশাপাশি ঈদগাহে নারীরাও ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শনিবার ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলায় ঈদগাহে বিভিন্ন বয়সের প্রায় তিন শতাধিক নারী ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে থেকেই এই ঈদগাহে পুর“ষের পাশাপাশি নারীদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যব¯’া রয়েছে। কিš‘ আগে সেখানে নারীরা নামাজ পড়তে তেমন আসতেন না। স¤প্রতি নারীর সংখ্যা দিন দিন বাড়ছে।

এ বছর সেখানে ৩৪০ জন নারী নামাজ আদায় করেছেন। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের ঈদের শুভে”ছা বিনিময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে তার বাসভবন ‘বাংলাদেশ হাউস’-এ শ্রেণী-পেশা-ধর্ম নির্বিশেষে কুয়েতে প্রবাসী বাঙালী, কুয়েতে বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট-এ কর্মরত সামরিক কর্মকর্তা এবং কুয়েতীদের সঙ্গে ঈদের শুভে”ছা বিনিময় করেন। ঢাকায় প্রাপ্ত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, শুভে”ছা বিনিময়কালে সর্বস্তরের প্রবাসীদের উš§ুক্ত আমন্ত্রণ জানানোর জন্য উপ¯ি’ত সুধীজন রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত তার আমন্ত্রণে সাড়া দেয়ার জন্য তাদের ধন্যবাদ জানান এবং প্রবাসে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে রাষ্ট্রদূত কুয়েতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও অন্যান্যদের নিয়ে কুয়েতে বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্টে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

রাজধানীতে ‘আমরা ঢাকাবাসী’র ঈদ-উত্তর র‌্যালি ‘আমরা ঢাকাবাসী’র উদ্যোগে রোববার বিকেলে রাজধানীতে ঈদ-উত্তর এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর ‘ঐতিহ্যবাহী ¯’াপনাগুলোর সংস্কার ও সংরক্ষণ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে শুর“ হওয়া এ র‌্যালি উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট কামর“ল ইসলাম। র‌্যালি উদ্বোধনকালে আইন প্রতিমন্ত্রী ঢাকা মহানগরীর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা ও গোডাউনসমূহ অতি দ্র“ত সরিয়ে নেয়ার তাগিদ দেন। তিনি পুরান ঢাকার নিমতলীর আগুনের ঘটনা উল্লেখ করে বলেন, কেমিক্যালের কারণেই নিমতলীতে আগুনে পুড়ে ১২৫ জন প্রাণ হারিয়েছে। এডভোকেট কামর“ল মহানগরীর আবাসিক এলাকা কেমিক্যাল কারখানা মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আইন প্রতিমন্ত্রী বলেন, এবার দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও ঝামেলামুক্ত পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। তিনি সু¯’ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতির ঐতিহ্যকে ফিরিয়ে আনার ব্যাপারে গুর“ত্ব প্রদান করে বলেন, এ জন্য বিরোধী দলকেও এগিয়ে আসতে হবে। ‘আমরা ঢাকাবাসী’ সংগঠনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী ও জাতীয় সংগঠন ফেডারেশনের মহাসচিব দুলাল বিশ্বাস এ সময় উপ¯ি’ত ছিলেন। র‌্যালিটি শিশু একাডেমী থেকে শুর“ হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে পুনরায় শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। রং-বেরং’র ফেস্টুন, বেলুন, যেমন খুশী তেমন সাজো শিশু-কিশোরদের উপ¯ি’তি এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ঈদ-উত্তর এ র‌্যালিকে প্রাণবন্ত করে তোলে।

কানেকটিকাটে বিপুল আনন্দ উদ্দীপনায় একই দিনে ঈদুল ফিতর পালিত কানেকটিকাটের আমেরিকান মুসলমানেরা বিপুল আনন্দ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার একই দিনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে। ১০ সেপ্টেম্বর শুক্রবার একই দিনে ঈদ উদযাপনের মধ্য দিয়ে কানেকটিকাটের আমেরিকান মুসলমানেরা পুর্বের সকল প্রকার বিভ্রান্তির অবসান ঘটিয়েছে। একই সাথে কানেকটিকাটের মুসলমানরা এবার ঐক্যবদ্ধ হবারও সুযোগ পেয়েছে। কানেকটিকাটে বসবাসরত প্রায় ৪ হাজার বাংলাদেশি মুসলমান নারী-পুর“ষ বিভিন্ন শহরের মসজিদ ও উম্মুক্ত খোলা মাঠে এবারে পৃথক পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় উইন্ডজোর মদিনা মসজিদে সকাল ৮টায়।

কানেকটিকাট কনভেনশন সেন্টারে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইষ্ট হার্টফোর্ডের জামিয়া মসজিদ আল মুস্তাফা এবং ম্যানচেস্টারের এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটির মুসল্লীসহ ¯’ানীয় মুসলমানরা এই প্রথম উš§ুক্ত খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যব¯’া করে। সকাল সাড়ে ৯টায় ম্যানচেস্টারের উইকহাম পার্কের মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সেখনে বিপূল সংখ্যক মুসলমান নারী-পুর“ষ অংশ গ্রহন করে। এ জামাতে ইমামতি করেন ইষ্ট হার্টফোর্ডের জামিয়া মসজিদ আল মুস্তাফা’র পেশ ইমাম হাফিজ আব্দুর রশিদ কাদরী।

এছাড়াও স্টামফোর্ড, ব্রীজপোর্ট, ডানবুরী, নরওয়াক, মেরিডেন সহ কানেকটিকাটের বিভিন্ন শহরের বিপুল সংখ্যক বাংলাদেশী মুসলমানরা পৃথক পৃথক ভাবে ¯’ানীয় জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করে। জুমাতুল বিদা পালিত পবিত্র রমজান মাসের শেষ জুমা জুমাতুল বিদা শুক্রবার দেশব্যাপী পালিত হয়েছে। দেশের বৃহত্তম জুমাতুল বিদার জামাত রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মুসুল্লি জুমার নামাজ আদায় করেন। মসজিদের ভিতরে জায়গা না হওয়ায় অনেক মুসল্লিকে মসজিদের বাইরে রাস্তায় নামাজ আদায় করতে দেখা যায়।

দেশের সকল মসজিদে জুমাতুল বিদা নামাজের আগে ইমামরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ‘খুৎবা’ পাঠ করেন। নগরীর অন্যান্য মসজিদেও জুমাতুল বিদা উপলক্ষে অনেক মুসুল্লিকে নামাজ আদায় করতে দেখা যায়। যে কোন ধরনের অনাকাংখিত বিশৃংখলা রোধে জাতীয় মসজিদের বাইরে বহুসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জুমাতুল বিদা নামাজের পর দেশের সকল মসজিদে মুসুল্লিরা তাদের নিকটাত্মীয়-স্বজনের র“হের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে মুসুল্লিরা দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেন।

প্রধান প্রধান নগরী চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন ¯’ান থেকে জুমাতুল বিদা নামাজ আদায়ের খবর পাওয়া গেছে। অফিস-আদালতে উপ¯ি’তি কম ঈদের তিন দিনের ছুটি শেষে সোমবার সরকারি অফিস-আদালত আবার খুলেছে। বাংলাদেশ সচিবালয়ে সকাল ৯টা থেকে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি কর্মকর্তা-কর্মচারিরা আসতে শুর“ করেন। তবে উপ¯ি’তির হার একেবারেই কম। দর্শণার্থীদের ভিড়ও নেই তেমন।

এদিকে সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রি পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুর“ হয়। সপ্তাহের সোমবার মন্ত্রিসভার এই বৈঠক হয়ে থাকে। সং¯’াপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঈদের ছুটির পর সোমবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপ¯ি’তির হার ৪০ শতাংশ। সচিবালয়ের অনেক কক্ষে সকাল ১১টায় তালা ঝুলতে দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারিরা যারা অফিসে এসেছেন, তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

রমজানে সচিবালয়সহ সরকারি অফিসের সময়সূচি ছিলো সকাল ৯টা থেকে বিকাল ৩ টা। ঈদ শেষে যথারীতি আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ঈদের ছুটি শেষ হলেও অনেকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে পা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.