আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৩ : প্রাথমিক বিজ্ঞান

সঠিক উত্তরের বামপাশে টিক (্র) চিহ্ন দাও

১. আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে?

i. নামে ii. স্থানে iii. সময়ে iv. বৈশিষ্ট্য

২. ১৯৯১ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল-

i. ১২ কোটি ১৪ লক্ষ ii. ৮ কোটি ৯৯ লক্ষ

iii. ১২ কোটি ৯৩ লক্ষ iv. প্রায় ১৫ কোটি

৩. কোন সম্পদ ব্যবহারে সচেতন হতে হবে?

i. বিকল্প সম্পদের ii. নবায়নযোগ্য

iii. অনবায়ন যোগ্য iv. রাষ্ট্রীয় সম্পদের

৪. কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?

i. আয়োডিন ii. কার্বোহাডইড্রেট

iii. ফরমালিন iv.ক্যালসিয়াম

৫. কোন গ্যাসটি বিষাক্ত?

i. নাইট্রোজেন ii. কার্বন ডাই-অক্সাইড

iii. অক্সিজেন iv. কার্বন মনোক্সাইড

৬. কোনটি বায়ুদূষণ রোধের সহায়ক?

i. কাঠের জ্বালানি ব্যবহার করা

ii. বনভূমি সংরক্ষণ করা

iii. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা

iii. বদ্ধ রান্নাঘরে রান্নার ব্যবস্থা করা।

৭. বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে-

i. জড়িত ii.মিশ্রিত iii.লাগানো iv. সম্পর্কিত

৮. উত্তর গোলার্ধে যখন শীত এবং দক্ষিণ গোলার্ধে গরম তখন পৃথিবীর কক্ষপথে সূর্যের অবস্থান কোথায় থাকে?

i. দূরে ii. নিকটে

iii. মাঝামাঝি iv. মাঝে

৯. নিচের কোনটির মাধ্যমে খাদ্যদ্রব্য অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়?

i. লেবু ii. চিনি iii. মরিচ iv. তেল

১০. বিপুলসংখ্যক গ্যালক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে হয়-

i. সৌরজগৎ ii. ছায়াপথ

iii. নীহারিকা iv. মহাবিশ্ব।

১১. পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে কারণ-

i. কম বৃষ্টিপাতের কারণে

ii. বছরের অধিকাংশ সময় গরম থাকার জন্য।

iii. বৈশ্বিক উষ্ণায়নের ফলে।

iv. প্রতি বছর কালবৈশাখীর কারণে।

১২. কঠিন বস্তুর ভেতর দিয়ে তাপ সঞ্চারিত হয় কোন পদ্ধতিতে?

i. বিকিরণ ii. পরিচলন

iii. পরিবহন iv. i এবং iii উভয়

১৩. নিচের কোনটির মধ্যভাগের বন্ধন অনেক বেশি?

i. হীরা ii. সোডিয়াম

iii. নাইট্রোজেন iv. সিলভার

১৪. মেয়েদের বয়সন্ধিকাল শুরু হয় কখন থেকে?

i. নয় থেকে ১৩ বছরের মধ্যে

ii. আট থেকে ১৩ বছরের মধ্যে

iii. পাঁচ থেকে ১০ বছরের মধ্যে

iv. ছয় থেকে নয় বছরের মধ্যে

১৫. নিচের কোনটি এডিস মশার আবাসস্থল?

i. টেবিলের নিচ ii. বালতি

iii. টায়ার iv. বাথরুম

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.