আমাদের কথা খুঁজে নিন

   

আর কী আছে কথার প্রয়োজন!

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

বেশ হয়েছে ভালোবাসার চাষ এবার দেবো গোলাপবাসে মন অনেক হলো তোমার-আমার কথা আর কী আছে কথার প্রয়োজন? এবার না হয় দেখি চোখে-চোখে পড়েই দেখি তার আলুনি কাল বাড়লো কত, কমলো নাকি কিছু? সিঁদূর মেঘের টুকটুকে সেই লাল! অনেক হলো দিঘির অতল ছোঁয়া এবার না হয় দিলাম কিছু শর্ত কথার শিরায় বাজবে যদি ভাষা এ ফোড়-ও ফোড় হয় কী সংবর্ত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।