আমাদের কথা খুঁজে নিন

   

এফডিসি এখনো বন্ধ করা হচ্ছে না কেনো?

ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা

বাংলাদেশে চ্যানেল হয়েছে অসংখ্য। ততোধীক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। পরিচালকরা একেক জন বমির মত নাটক বানাচ্ছে যা খুশী তা। আর কাজ না পেয়ে পাবলিকও গিলছে সেগুলো সমানে। পুরো ঈদে আজোবধী একটাও নাটক পেলাম না যেটা দেখে মনে হয়েছে যে না, দেখে মজা পেলাম! এরই মধ্যে বিভিন্ন চ্যানেল আবার দেখাচ্ছে বাংলা সিনেমা। একেকটা সিনেমা দেখে বমি করার জন্য দৌড়ে বাথরুমে চলে যাওয়ার অবস্থা! এত অসহ্য জিনিস বানায় কি করে? কে যে কখন কার উপর ঝাপিয়ে পড়ছে ধর্ষণ করার জন্য, খোদা মালুম! ৫ বছরের বাচ্চাকে মেঝেতে ফেলে তার বাবা শক্রুর বাড়ীতে খাওয়ার অপরাধে পেটের উপর পাড়া দিয়ে খাবার পেট থেকে বের করছে। মেয়েকে ফেলে দিয়ে আসছে ডাস্টবিনে। অদ্ভূত কত জিনিস যে এদের মাথা থেকে বের হচ্ছে, না দেখলে বোঝার উপায় নেই! দেখছি আর ভাবছি, বাংলাদেশ সরকার এখনো এফডিসি বন্ধ করে দিচ্ছে না কেনো? কার স্বার্থে এখনো চালু রেখেছে এফডিসি? নোঙড়া মানুষিকতার কিছু লোককে যা ইচ্ছা তাই দেখিয়ে ব্যবসা করে সমাজের নীচু শ্রেণীর কিছু মানুষের মাথায় এইসব ঢোকানোর জন্য? কোন দেশের প্রক্ষাপটে নির্মিত হচ্ছে এসব সিনেমা? আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আপনাদের মাথায় ঢুকছে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।