আমাদের কথা খুঁজে নিন

   

পালের গোদা গোলাম আজম ও জামায়াতে ইসলামী (বাংলাদেশ)

সত্যানুসন্ধিৎসু
মওলানা মওদুদী (জন্ম: হায়দ্রাবাদ, ভারত, মৃত্যু: আমেরিকা, সমাধি: লাহোর, পাকিস্তান তৎকালীন বৃটিশ ভারতে ১৯৪১ সালের ২৬ আগষ্ট ‘সাঈদ আবুল আলা মওদুদী (১৯০৩-১৯৭৯)’ প্রতিষ্ঠা করেন ইসলাম ধর্মীয় শরীয়া মৌলবাদী রাজনৈতিক সংগঠন ‘জামায়াতে ইসলামী হিন্দ। ’ ওই সময় তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। তার ৩৫ বছর আগে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল আরেক ইসলাম ধর্মীয় রাজনৈতিক দল ‘নিখিল ভারত মুসলিম লীগ ’(প্রতিষ্ঠাতা সভাপতি "নওয়াব ভিকার-উল-মুলক্"। এটি ঢাকায় প্রতিষ্ঠিত হলেও এর কেন্দ্রীয় কার্যালয় ছিল ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখ্নৌ। বৃটিশ ভারত হিন্দুস্তান ও পাকিস্তান নামে দ্বিখন্ডিত হওয়ার পর জামায়াতে ইসলামীও দু’ভাগে বিভক্ত হয়।

নতুন অংশের নাম হয় ‘জামায়াতে ইসলামী পাকিস্তান। ' গোলাম আজম পূর্বপাকিস্তানে জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও সেক্রেটারি জেনারেল ছিলেন যথাক্রমে মওলানা আব্দুর রহিম এবং গোলাম আজম। ১৯৬৯ সালে গোলাম আজম জামায়াতে ইসলামী পূর্বপাকিস্তানের ‘আমির’ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার সেনাদের বামহাতে পরিণত হন, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও নির্মূল করার উদ্দেশ্যে শান্তিকমিটি, রাজাকার ও আল-বদর বাহিনী গঠন করেন এবং অন্যতম 'যুদ্ধাপরাধী(war criminal)' হিসাবে পরিগণিত হন। বাংলাদেশ স্বাধীন হলে তিনি পালিয়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নেন। ১৯৭২ সালে জামায়াতে ইসলামী ও মুসলিম লীগ নিষিদ্ধ হয় এবং গোলাম আজম পাকিস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানে বাধা দিতে প্ররোচনা দেন।

তারই অংশ হিসেবে গঠন করেন ‘পূর্বপাকিস্তান পুনরুদ্ধার কমিটি (East Pakistan Revival Committee, লন্ডন-১৯৭২) এবং ১৯৯৪ সাল পর্যন্ত পাকিস্তানের নাগরিকত্বই বজায় থাকে। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১৯৭৮ সালে গোলাম আজমকে বাংলাদশে নিয়ে আসেন তখন তিনি স্থায়ীভাবে বসবাস করতেন ইংল্যান্ডে। পূর্বপাকিস্তান পুনরুদ্ধার পরিকল্পনা বাতিল করে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ কনফেডারেশন পদ্ধতিতে আবার ঐক্যব্ধ হওয়ার প্রক্রিয়ার প্রস্তাব দেন এবং শেষপর্যন্ত ব্যর্থ হন। হাইকোর্টের নির্দেশে জন্মসূত্রে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ফিরে পান এবং ২০০০ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন। গোলাম আজমের উত্তরসুরি হলেন মতিউর রহমান নিজামী।

গোলাম আজম বর্তমানে ঢাকার বড় মগবাজার, ১২৯/২ কাজি অফিস লেন (টেলিফোন: +৮৮০২৯৩৩১০৭৪)-এ বসবাস করছেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.