আমাদের কথা খুঁজে নিন

   

ছেঁড়া পালের তরী

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

আকাশ সমান একটি নদী নীরবে বয়ে চলে, ফাল্গুনি সুখে সে যে শুধু তোমারি কথা বলে। প্রেমের বাঁশী বাঁজায় কেরে ঐ সুদুরের গাঁয়ে, খেয়ালী ময়ুর ধীরে ধীরে নৃত্য তোলে পায়ে। দুরন্ত বাতাস অশান্ত ঢেউয়ে তোলে আবারও তাল, চারিধারে তর্জন গর্জনে ছিঁড়ে যায় তরী পাল। ভাঙন ধরা হৃদয় মঞ্জিল ঝাপসা চোখের জলে, হেসে হেসে ভেসে যে যায় তোমারি কথা বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।