আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-৩৭.১ (সূরা আর-রাহমান)



পর্ব: ৩৭.১ (আয়াত ১-২৫) সূরা: আর-রাহমান অর্থ: পরম করুণাময়, (মহান আল্লাহর ৯৯টি নামের অন্যতম একটি নাম) সূরার ক্রম: ৫৫ পারা: ২৭ অবতীর্ণ: মদিনা সর্বমোট আয়াত : ৭৮ রুকু: ৩ শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি পরম করুণাময় দয়ালু তিনি। রুকু-১ করুণাময় যিনি আল্লা মহান শিক্ষা দিলেন তিনি এই সে কোরআন সৃষ্টি করিয়া মানব দানিলেন প্রাণ কথাও তাকে তিনি বলিতে শেখান। ......................(৪) সূর্য ও চাঁদ ঘোরে হিসাব মতো তৃণলতা বৃক্ষ উভয় তাঁর অনুগত, আকাশকে রেখেছেন সুউচ্চে দিয়া মানের দন্ড আরো স্থাপন করিয়া। ........................(৭) পরিমাপে কম-বেশি করিবেনা বলে ন্যায়ের ওজন দাও তোমরা সকলে, ওজন পরিমাপে কম দিও না ফলে। .......................(৯) তিনি তাঁর সৃষ্ট প্রাণীদের তরে পৃথিবীকে দিলেন এমন স্থাপন করে, খেজুরের গাছ সেথা ফলমূল নানা আরো আছে খোসাঅলা শস্যের দানা; সেথায় আছে আরো কুসুমের ঘ্রাণ অস্বীকার করিবে রবের কোন অবদান?......(১৩) মানুষ বানালেন তিনি উষর মৃত্তিকার আগুনের শিখা হতে জ্বীনের আকার, রবের যে নেয়ামত রহিয়াছে তাঁর অস্বীকার করিবে রবের কোন অবদান?.......(১৬) তিনিই প্রভু এক তাদের সকল উদয়াচল দুটি আর দুটি অস্তাচল, তোমাদের রবের দেয়া যত কল্যান অস্বীকার করিবে রবের কোন অবদান?.......(১৮) দুইটি সাগর দেন প্রবাহিত করে পাশাপাশি চলে তারা পরস্পরে, মেলে না একসাথে উভয়ের পানি উভয়ের মাঝে দেয়া সীমারেখা টানি; অতিক্রম করে না তারা কিছু পরিমাণ অস্বীকার করিবে রবের কোন অবদান?.........(২১) মুক্তা ও প্রবাল উভয় সাগরেরই দান অস্বীকার করিবে রবের কোন অবদান? তাঁরই দয়ায় চলে বৃহৎ জলযান অস্বীকার করিবে রবের কোন অবদান?.........(২৫) ==================(রুকু-১ সমাপ্ত)================== এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে ডাইরেক্ট লিংক: Click This Link ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ ৬১০ থেকে ৬৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়।

কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ১৯৩৩ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পবিত্র কোরআন শরীফের আমপারার অন্তর্গত ৩৮টি ছোট-ছোট সুরার পদ্যানুবাদ করেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন। ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।

কাজী নজরুল ইসলামের অনুবাদকৃত কাব্য কোরআন: Click This Link আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে: 1. Click This Link এই ছোট্ট সফ্টওয়্যারটা কাজে লাগতে পারে: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.