আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতরে তো মুনতাসির মামুন কালেরকন্ঠের লেখায় ব্যাপক ধোলাই দিলো!

ব্লগিং শুরু করলাম শফি সাহেব আসলে জামাতের প্যাচ বুঝতে পারছে না মনে হয়। কিন্তু তার মত মানুষের এইসব বোঝা উচিত। তিনি নাকি উর্দুতে "মেরে দোস্ত অর ভাইয়ো" বলে কোথায় নাকি বক্তিতা শুরু করেছিলেন? ঘটনা সত্যি নাকি? হেলিকপ্টারে চড়েও তিনি ব্যাপক সমালোচনার স্বীকার হন। বাবুনগরী বলেছিলেন "আমাকে মন্ত্রী বানানোর প্রস্তাব দেয়া হয়"। এখন বুঝেন মন্ত্রী হওয়ার লোভ সামলাইতে না পারার ঠ্যালা! ভাঙচুর করেছেন, পবিত্র কোরআন শরীফ পুরিয়েছেন। অনেক মানুষকে (ব্যাবসায়ীকে) পথে বসিয়েছেন! এইসব সহ আরো অনেক ঘটনায় হেফাজত তাদের যেই পোটেন্সিয়ালিটি নিয়ে নেমেছিলো তার সব হারিয়েছে। মুনতাসীর মামুনের লেখা ফেসবুকে সাভার ট্র্যাজিডিতে মিডিয়ারও দোষ আছে, খবরটা কি ফলাও করে প্রচার করতে পারতো না? সরকার কিন্তু এইবার ইউটিউব নিয়া আসলেই বাড়াবাড়ি করতেছে ব্যাপারটা তো সিম্পল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।