আমাদের কথা খুঁজে নিন

   

এবারের মতো মৌসুম শেষ মেসির

মঙ্গলবার বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “লিওনেল মেসিকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ” রোববার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি। তার আগেই তিন জন খেলোয়াড় বদলের কোটা পূরণ হয়ে যাওয়ায় বাকি সময় দশ জন নিয়ে খেলতে হয় বার্সাকে। তবে প্রতিপক্ষের মাঠে দশ জন নিয়ে খেলেই শিরোপা-উৎসব করে তারা। মেসির অনুপস্থিতিতে বার্সার তেমন ক্ষতি না হলেও টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের একটি ব্যক্তিগত রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা শেষ।

গতবার ৫০ গোল করে লা লিগার এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছিলেন মেসি। এবার লিগে তার ৪৬টি গোল। তবে চোটের কারণে শেষ তিন ম্যাচ খেলতে না পারায় রেকর্ডটা আরো উন্নত করতে পারছেন না আর্জেন্টাইন তারকা। মেসির চোট নিয়ে তার দেশেরও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

৭ জুন ঘরের মাঠে কলম্বিয়ার সঙ্গে লড়াইয়ের চার দিন পর ইকুয়েডর সফর করবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগেই মেসির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জোরালো সম্ভাবনা। ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার ওপরে আছে আর্জেন্টিনা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.