আমাদের কথা খুঁজে নিন

   

IELTS কী?

চলুন জ্ঞান শেয়ার করে নিজেদের আলোকিত করি।

International English Language Testing System বা IELTS হল সেই সিস্টেম যা আমাদের ইংরেজির দক্ষতা যাচাই করে সেইসব দেশের জন্য যেখানে ইংরেজি হল প্রধান ভাষা। তবে... ...একটা কিন্তু আছে। আপনি এই পরীক্ষায় সফলভাবে পাস করে গেলেই যে ইংরেজি ভাষাভাষিরা আপনার ইংরেজি শুনে হাসবে না তার ১% গ্যারান্টিও এই পরীক্ষা দিবে না। আপনি যে বিদেশে গিয়ে ভীনদেশিদের কথাবার্তা ধুমিয়ে বুঝতে পারবেন তাও কিন্তু না।

তবে আপনি এটা নিশ্চিত যে আপনি ভিসা পাবার ব্যাপারে বেশ খানিকটা এগিয়ে যাবেন যদি ভাল স্কোর তুলতে পারেন। আমার নিজের কথাই বলি। আমি ঢাকার সবচেয়ে ভাল স্কুলে ইংরেজিতে সবচেয়ে ভাল ছাত্র ছিলাম। আমি এস.এস.সি পাশ করার আগে আমাদের স্কুলের জনৈক ইংরেজি স্যারের অলসতার কারনে এস.এস.সির বোর্ডের খাতা দেখেছি। স্পোকেন করিয়েছে অন্যদের যখন আমি ক্লাস নাইনে ছিলাম।

তারপর এভাবেই অন্যদের ইংরেজি করাতে করাতে এক সময় ঢাকা কলেজ থেকে পাশ করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হই বানিজ্য অনুষদে। ইংরেজি বিভাগে চান্স পেয়েও ভর্তি না হবার কারন,'ধুর! ইংরেজি বিভাগের স্যারদেরও আমি পড়াতে পারব; এখন ওরা আমাকে কী পড়াবে!'-জানি ভীষন রকম বেয়াদবি কিন্তু ওই বয়সে তো অনেক মানুষ কত কী করে, বলে! প্রথম বছর শেষ হতে না হতেই ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে গেলাম। এর মধ্যে অবশ্য দুইবার IELTS দেয়া হয়ে গেছে, দুবারই গরম গরম স্কোর পেয়েছিলাম! বিদেশে গিয়ে ধরা খেলাম। আরে এতদিন কী সব শিখছি!! হ্যা, আমি ওদের সাথে communicate করতে পারি, কিন্তু ওদের মত বলা, ওদের সব কথা বোঝা তো ভীষন দায়। ... ... ... কিছুদিন আগে দেশে আসলাম।

এখন অনকে সময়। ভাবলাম প্রতিদিন যারা দেশ কাঁপিয়ে IELTS-র ভীষন রকমের বিজ্ঞাপন দেয়, জনসাধরণকে হাবা-গোবা-বোকা আর বোবা বানিয়ে তাঁদের হাজার হাজার টাকা হাতিয়ে নেয় কোচিং-এর নামে তাদের ব্যবসায় একটু লবন ছিঁটাই! দেশের বহু মানুষ নিজেদের অনেক আগেই ডিজিটাল বানিয়ে নিয়েছে। একটা IELTS-এর ব্লগ থাকলে অনেক মানুষই ফ্রিতে IELTS এর পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। কোচিং সেন্টারগুলাতে বস্তা ভর্তি টাকা ফেলবে না। এই ব্লগে IELTSতো বটেই, ইংরেজি নিয়ে আরো মজার মজার অনেক গল্পই করব আমি।

আপনাদের হয়ত ভাল লাগবে, হয়ত বিরক্ত হয়ে বলবেন, 'দূরে গিয়া মর হালা'! যাই হোক আমি চেষ্টা করব ফ্রিতে যতটুকু সাহায্য করা যায় ততটুকু করতে। ভাল থাকবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।