আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে গেছে কাঠের ক্যামেরা



সুমন প্রামাণিক: প্রযুক্তির আধুনিকতার সাথে সাথে আমাদের নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিস আধুনিক হয়েছে। কিন্তু স্মৃতিতে থাতা সেসব জিনিস এখনো আমাদের নিয়ে যায় অতীতের সেই দিনগুলোতে। কাঠের ক্যামেরা এমনি একটি যন্ত্র যা হারিয়ে গেছে ডিজিটাল ক্যামেরাযুগে। জানা গেছে, ১৮২৭ সালে ফটোগ্রাফির জনক ঔড়ংবঢ়য ঘরপল্কঢ়যড়ৎব ঘরল্কঢ়পব যে ক্যামেরায় প্রথম ছবি তুলেছিলেন তা ছিল একটি কাঠের তৈরী স্লাইডিং বক্স ক্যামেরা। ক্যামেরাটির নির্মাতা ছিলেন ফ্রান্সের অধিবাসী ঈযধৎষবং (চার্লীস) এবং ঠরহপবহঃ ঈযবাধষরবৎ (ভিনসেন্ট চিভালিয়ের)।

এ বক্স ক্যামেরাটি দিয়ে প্রথম ফটোগ্রাফ তোলা হলেও ক্যামেরার ইতিহাসে এটিই প্রথম ক্যামেরা নয়। ক্যামেরার ইতিহাস অনেক পুরেতান। ক্যামেরা শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ "কামারা" থেকে, যার বাংলা অর্থ ঘর। মূলতঃ যে যন্ত্রটি রূপান্তরিত হতে হতে আজকে ক্যামেরা হিসাবে পরিচিতি পেয়েছে সেটি হল "ঈধসবৎধ ঙনংপঁৎধ"। কামারা শব্দের অর্থ আমরা আগেই জেনেছি আর ঙনংপঁৎধ (ল্যাটিন শব্দ) শব্দের অর্থ 'অন্ধকার'।

অর্থাৎ "ঈধসবৎধ ঙনংপঁৎধ" হলো অন্ধকার ঘর। সম্পূর্ণ অন্ধকার এ "ঈধসবৎধ ঙনংপঁৎধ"-র একদিকের দেয়ালে বা উপরে একটি ছোট ছিদ্র থাকতো। এ ছিদ্র পথে আলো এসে ঘরের বিপরীত দেয়ালে বাইরের দৃশ্যের উল্ট প্রতিচ্ছিবি তৈরী করতো। মজার বিষয় হলো "ঈধসবৎধ ঙনংপঁৎধ"-র অভ্যন্তরে তৈরী হওয়া ছবিটিতে বস্তুর আকার, আকৃতি, রং, উজ্জ্বলতা ইত্যাদি সবই ঠিক থাকতো। এধরনের অন্ধকার ঘর বা "ঈধসবৎধ ঙনংপঁৎধ"মহাকাশ গবেষণা, জ্যোতির্বিজ্ঞান চর্চা ও চিত্র শিল্পীদের ছবি আঁকার কাজে অতীত কালে ব্যপক ভাবে ব্যবহার হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.