আমাদের কথা খুঁজে নিন

   

Facebook -এ ব্লক হওয়ার পরেও আপনার বন্ধুদের ইচ্ছেমত Friend request পাঠান

আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন।
ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মাধ্যম টি কে নিয়ন্ত্রনের জন্য ফেসবুক কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের প্রাইভেসি সমূহের পরিবর্তন করে যাচ্ছে।
তারই ফলশ্রুতিতে, তারা Friend request পাঠানোর উপর কিছু প্রাইভেসি নির্ধারণ করেছে।

এসব প্রাইভেসির কোনরূপ ভঙ্গ হলে তারা Friend request Blocked এর মত কিছু Action গ্রহণ করে থাকে।
অনেকেই বিভিন্ন মেয়াদের জন্য Friend request Blocked ফেইস করে থাকেন। ফলে তখন কাউকে আর Friend request পাঠাতে পারেন না।
এই সমস্যা টি হওয়ার কিছু কারন হল- আপনি যাকে চিনেন না অথবা সে ও আপনাকে চেনে না এরকম কাউকে Friend request পাঠানো, অল্প সময়ের মধ্যে একাধিক Friend request পাঠানো বা একাধিক Friend request চলমান থাকা অবস্থায় আরও Friend request পাঠানো, কাউকে Friend request পাঠালেন কিন্তু সে তা গ্রহণ করল না বা এরূপ Friend request এর পরিমাণ বেশী হলে। এছাড়াও Friend request Blocked হওয়ার আরো বিভিন্ন কারন রয়েছে।



যাইহোক, আমি আজ আপনাদের কে Friend request Blocked অবস্থায় কিভাবে Friend request পাঠাবেন সে বিষয়ে একটি সমাধান দিব।
নিচে তার আলোকপাত করা হল-
Blocked অবস্থায় যেভাবে আপনি friend requests পাঠাবেন:-
১। প্রথমে এই link এ প্রবেশ করুন। আপনি সেখানে অনেকগুলো অপশনস্ দেখতে পাবেন। এসব অপশনস্ ব্যবহার করে আপনি ঐ সকল friend দের কে ফেসবুক থেকে friend requests পাঠাতে পারবেন।


আমরা যে কাউকে friend requests পাঠানোর জন্য একটি পদ্বতি ব্যবহার করব। নিন্মে সে পদ্বতি সম্পর্কে আলোচনা করা হল-
এই পদ্বতি তে আমি যাকে friend requests পাঠাতে চাই, আমাকে অবশ্যই তার Email address টি জানতে হবে।
সাধারনত ২টি উপায়ে কারো Email address সংগ্রহ করা যায়- • Profile এর মাধ্যমে • অথবা অন্য কোন উপায়ে ২। অতিরিক্ত Friend এড করার ক্ষেত্রে সাধারনত Contact file হচ্ছে ভাল উপায়।
৩।

যেভাবে Contact file টি তৈরি করবেন- • নোটপ্যাড ওপেন করে একটি new text document নিন • এবার আপনার ইমেইল এড্রেসগুলো add করুন। প্রতিটি Email addresses আলাদা করার জন্য মাঝখানে comma (,) ব্যবহার করুন • এবার .vcf Extension দ্বারা উক্ত ফাইল টি কে Contact file অথবা যেকোন নামে সেভ করতে পারেন • উক্ত সেভকৃত ফাইলটি-ই হল আপনার Contact File ৪। এবার আপনার Contact file টি Upload করুন নিচের link টি তে গিয়ে-
ফেসবুক-লিংক
৫। এবার আপনি নিচের ইমেজ টির মত একটি পেজ দেখতে পাবেন।

৬।

আপনি সেখান থেকে File_upload এ ক্লিক করুন।

৭। ক্লিক করার পর নিম্নের ন্যায় দেখতে পাবেন।

৮। Browse এ ক্লিক করে আপনার সেভকৃত Contact file টির লোকেশন দেখিয়ে দিন এবং upload contact এ ক্লিক করুন।


৯। নিচের ইমেজ টির ন্যায় পেজটি দেখতে পাবেন।

১০। এবার Select all friend এ ক্লিক করুন অথবা আপনি সেখান থেকে যাকে Friend লিস্টে Add করতে চান তাকে ক্লিক করুন। তারপর Add friends এ ক্লিক করুন।

নিচের ইমেজটির মত একটি পেজ দেখতে পাবেন।
চিত্র-৫
১১। ব্যাস! এভাবেই উপভোগ করতে থাকুন ব্লক হওয়ার পর Friend request পাঠানোর এই দারুন সুযোগটি।
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।

ITsolution page
আজ এ পর্যন্ত। ভালো থাকুন সবাই। আল্লাহ্-হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.