আমাদের কথা খুঁজে নিন

   

সেপ্টেম্বর মাসেই থ্রিজি ও ব্যান্ডউইথের মূল্য হ্রাস পাচ্ছে

বাংলাদেশের কাঙ্ক্ষিত থ্রিজি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে বিটিআরসি। আর তাই আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে আবারও চেয়ারম্যান সুনিল কান্তি বস বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসেই চালু হচ্ছে থ্রিজি। এদিকে একই অনুষ্ঠানে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন সেপ্টেম্বর মাসে আবারো ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন।
আজ ২০ আগস্ট রাজাধানীর একটি হোটেলে '১০ম এশিয়া প্যাসেফিক টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম (এডিএফ-১০)' শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
এ সময় দেশে ইন্টারনেটের সহজলভ্যতাকে সরকার প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ইন্টারনেট সহজলভ্য করতে ব্যান্ডউইথের দাম কমিয়ে তথ্যকে আরো সহজলভ্য করতে সরকার কাজ করছে।


ইন্টারনেট সহজলভ্য করতে ব্যান্ডউইথের দাম কমিয়ে তথ্যকে আরও সহজলভ্য করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সাহারা খাতুন বলেন, প্রথাগত যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এসেছে।
ডিজিটাল ডিভাইস সবার হাতে হাতে। টেলিকম সেক্টরে বাংলাদেশ এগিয়ে গেছে। সরকারের আন্তরিকতার কারণে মোবাইল সহজলভ্য হয়েছে।

এসব কারণে ইতিবাচক পরিবর্তন এসেছে যোগাযোগ সেক্টরে।
এদিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই দেশের মানুষ থ্রিজি সেবার সুফল পেতে শুরু করবে। দেশের জনশক্তি উন্নয়নে থ্রিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
তিনি বলেছেন, থ্রিজি নিলামের পর দেশের প্রায় সবগুলি অপারেটর থেকেই এই সেবা চালু করা গেলে দেশের জনশক্তি উন্নয়নে থ্রিজি নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে এই সেবা চালু করা সম্ভব হবে।


অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) সেক্রেটারি জেনারেল তসিউকি ইয়ামাদা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দেশি ও বিদেশি আইসিটি-টেলিকম বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, বিটিআরসির সহযোগিতায় এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি আয়োজনে ফোরাম চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট সামিটে মোট ১০টি ওয়াকিং সেশন অনুষ্ঠিত হবে।
বিটিআরসির সূত্র জানিয়েছে, মোবাইল, ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস, টেলিকমিউনিকেশন ও আইসিটিখাতে এশিয়া অঞ্চলের উন্নয়নের জন্য সরকার, রেগুলেটরস, শিল্পমালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে একটি প্লাটফরম তৈরি করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.