আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতাচ্যুতির ভয়ে প্রধানমন্ত্রী এক চুলও নড়তে চান না: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন প্রশ্নে সংবিধান থেকে এক চুল নড়লেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যোজন যোজন দূরে চলে যাবে। এজন্যই প্রধানমন্ত্রী এক চুলও নড়তে চান না।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিন। জবরদস্তি করে ক্ষমতা ধরে রাখা যায় না।


বিএনপির প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আবদুুস সালাম তালুকদার স্মৃতি সংসদ ওই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সালাম তালুকদারের স্মরণে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভিন্নভাবে একদলীয় শাসন—বাকশাল নিয়ে আসতে চায়। সেজন্য সংবিধান সংশোধন করা হয়েছে।

নির্বাচন না দিলে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী থাকবেন। এটা সংবিধান হতে পারে না।
ফখরুল অভিযোগ করেন, সরকারের একগুঁয়েমি ও ক্ষমতা ধরে রাখার বাসনা দেশকে অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। ‘ভয়ংকর দানবীয় ফ্যাসিস্ট শক্তি’ গণতন্ত্রের গলা চেপে ধরেছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।