আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক আদালতে নাইকোর মামলা খারিজ

বাংলাদেশ, পেট্রোবাংলা ও বাপেক্সের বিরুদ্ধে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস লিমিটেড আন্তর্জাতিক আদালতে যে দুটি মামলা করেছিল, তা খারিজ হয়ে গেছে।
অর্থাত্ নাইকোর অভিযোগ আন্তর্জাতিক আদালত আমলে নেননি। ফলে এখন টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ক্ষতিপূরণ এবং ফেনী গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের জন্য নাইকোর পাওনার বিষয়ে বাংলাদেশের আদালত যা সিদ্ধান্ত নেবেন, তা-ই কার্যকর হবে। তবে গ্যাসের বিল পাওনা সম্পর্কে যদি নাইকো ও বাপেক্স যৌথভাবে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়, তাহলে তারা সেটি তাদের বিচার প্রক্রিয়ায় গ্রহণ করতে পারে।
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর আজ বুধবার এই মামলার বিষয়টি সাংবাদিকদের অবহিত করেছেন। তিনি জানান, আজই মামলা দুটির রায় হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.