আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উপন্যাসের সবথেকে জনপ্রিয় চরিত্র হিমু নিয়ে এটাই কি শেষ উপন্যাস???



আজ অন্যদিন এর ঈদ সংখ্যা বের হয়েছে, এবারের ঈদ সংখ্যায় হুমায়ূন আহমেদ-এর হিমু সিরিজের নতুন উপন্যাস “হিমুর আছে জল” প্রকাশিত হয়েছে। উপন্যাসটির প্রেক্ষাপট একটি লঞ্চ ভ্রমন নিয়ে আবর্তিত হয়েছে। হিমু লঞ্চে করে বরিশাল যাচ্ছিল,মাঝ পথে লঞ্চ যায় নষ্ট হয়ে;শুরু হয় ঝড়। লঞ্চে করে নিয়ে যাওয়া হচ্ছিল ফাসির আসামি এক পির কে, লঞ্চে করে সুন্দরবন পালাতে যাচ্ছিল শীর্ষ সন্ত্রাসী “আতর”, সে আবার হিমুর খুব ভক্ত এবং লঞ্চে করে মামার বাড়ি যাচ্ছিল উপন্যাস এর নায়িকা তৃ‍ষ্ণা। এদেরকে কেন্দ্র করেই এগিয়ে চলে উপন্যাস এর কাহিনি।

উপন্যাস এর শেষ অংশ খুব এ রহস্যে ঘেরা। শেষ কয়েকটি লাইন – আমরা খাচ্ছি। লঞ্চ ডুবছে। তৃ‍ষ্ণা (উপন্যাস এর নায়িকা) বলল,হাউ এক্সাইটিং!কী সুন্দর যে তাকে লাগছে। আমি (হিমু) মনে মনে বললাম, ‘মখের পানে চাহিনু অনিমেষ,বাজিল বুকে সুখের মতো ব্যাথা’।

তৃ‍ষ্ণা চমকে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি মাঝে মাঝে মানুষের মনের কথা বুঝতে পারি। নিচ থেকে বিকট হৈচৈ শোনা যাচ্ছে। মনে হয় লঞ্চ তলিয়ে যেতে শুরু করেছে। এর নিচেই প্রকাশ করা হয়েছে প্রকাশকের বক্তব্য- লেখক যে জায়গায় উপন্যাস শেষ করেছেন,সেখানে উপন্যাস শেষ হয় না।

লঞ্চ কি আসলেই ডুবেছে?যদি ডুবে থাকে তাহলে হিমুর কি হয়েছে?তৃ‍ষ্ণার পরিণতি কি? এই বিষয় গুলো নিয়ে প্রকাশক হুমায়ূন স্যার এর সাথে কথা বলেছেন। তিনি বলেছেন,হিমু এখন তার গ্রিপ এ নেই এটা অনেকটাই পাঠকের সম্পত্তি। উপন্যাস এর শেষটা সে পাঠকের উপর ছেড়ে দিয়েছেন। পাঠক ইচ্ছে করলে লঞ্চ ডুবিয়ে সবাইকে মেরে ফেলতে পারেন আবার কেউ ইচ্ছে করলে উদ্ধারকারী জাহাজ আনতে পারেন। প্রকাশক উপন্যাস এর শেষ অংশ লেখক কে লিখে দিতে অনুরোধ করলে তিনি তার প্রিয় লেখক জন স্টেনবেক এর উদ্ধৃতি দিয়ে বলেন “একটি ভাল গল্প হলো কবিতার মতো,যার শেষ থাকে না” এর পর তিনি চার লাইন কবিতা আবৃত্তি করেন।

কবিতাটি Micheal Drayton এর- “Since there is no help,come let us kiss and part. Nay, I have done; you get no more of me. And I am glad, yes glad with all my heart, That thus so cleanly I myself can be free” এই উপন্যাসকে এভাবে শেষ করে এবং হুমায়ূন স্যার এই বক্তব্য দিয়ে কী বুঝাতে চেয়েছেন?? বাংলা উপন্যাসের সব থেকে জনপ্রিয় চরিত্র হিমু নিয়ে এটাই কি শেষ উপন্যাস?? আমরা কি হিমুকে নিয়ে আর কোন লেখা পাব না?? জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।