আমাদের কথা খুঁজে নিন

   

চিলটা উড়ছে ক্রমাগত চক্রাকার ঘুর্ণনে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

চিলটা উড়ছে ক্রমাগত চক্রাকার ঘুর্ণনে। সুদীর্ঘ ডানা প্রসারিত। আকাশের সীমা ছাড়িয়ে চলে যাবে হয়ত কোন নক্ষত্রের দেশে। মর্ত্যের মায়া ছেড়ে। বাতাশে উঁনুনের আগুন,মাঠপুড়ে লালচে।

নদী ,পুকুর আমাদের সকল জলাশয়ের তলদেশে চিকচিক করছে তপ্ত বালুকারাশি। বৃক্ষপুড়ে ভস্ম হয়ে গেছে সেই কবে!বৃক্ষের জীবাশ্ম দাঁড়িয়ে স্মৃতিচিহ্ন হয়ে। খাখা রৌদ্দুর বাতাশে আগুনের ভাপ। আকাশ নিরেট নীলাভ । কোথাও মেঘ নেই একবিন্দু।

চিলটা উড়ছে। ক্রমাগত চক্রাকার ঘূর্ণনে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে চিয়াক চিয়াক। লালচোখ ধূসরপালক। সে চোখে দাউ দাউ জ্বলছে প্রত্যাশার স্বপ্নপুড়া আগুন।

মরীচিকার নদীতে মাছ দেখে প্রখর নখরসমেত ধেয়ে আসে ছুঁড়ে দেয়া ঢিলের মত অনবরত নিচে আরো নিচে। অতঃপর ভুল ভেঙ্গে গেলে আবার ইউটার্ন। চিলটা উড়ছে বৃত্তাকার ঘূর্ণনে। উজাড় করে প্রসারিত হয়ে আছে ডানা। ক্ষণে ক্ষণে খসে পড়ে পালক।

সবুজ পুড়ে ছাই হয়ে গেছে সেই কবে!খুঁটি নেই একটাও নিরাপদ আশ্রয়ের। চারদিকে দাউ দাউ আগুন। চিলের চোখে নেই স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন ,আশা কিংবা হতাশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.