আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে প্রকাশিত হল সামহোয়ার ইন ব্লগে প্রকাশিত আমার সায়েন্স ফিকসান নিয়ে সায়েন্স ফিকসান সংকলন “প্রক্সি লাইফ।”

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

অবশেষে প্রকাশিত হল সামহোয়ার ইন ব্লগে প্রকাশিত আমার সায়েন্স ফিকসান নিয়ে সায়েন্স ফিকসান সংকলন “প্রক্সি লাইফ। ” আমি খুব একটা ভাল সাই ফাই লিখতে পারিনা, তাই আমার সায়েন্স ফিকসান নিয়ে ই-বুক প্রকাশিত হবে, এমনটা আমি ভাবি নি। ভাবিয়েছেন, আমার সহব্লগারগন। আমি পড়লাম বিপদে; এই ধরনের কাজ আমি আগে কখনও করিনি, সুতরাং পারব না। কিন্তু এগিয়ে এলেন সহব্লগার মাহমুদ হাসান ভাই।

ই-বুকের পুরো দ্বায়িত্ব তিনি নেয়ায়, আমি ভার মুক্ত। অসংখ্য ধন্যবাদ তাকে। ৬ জানুয়ারী ২০১০ এ আমার খুব প্রিয় এক বন্ধু রঙ্গনকে হারিয়েছি। একটা রোড এক্সিডেন্ট পৃথিবী থেকে, হয়ত তাকে অনেক দূরে নিয়ে গেছে; কিন্তু আমার কাছ থেকে এতটুকু দূরে নিয়ে যেতে পারেনি। আমার হৃদয়ে সে অমর হয়ে থাকবে।

সায়েন্স ফিকসান নিয়ে আমার প্রথম ই-বুকটা রঙ্গনকে উৎসর্গ করতে চাই। এই মূহুর্তে মনে পড়ছে যারা আমাকে সায়েন্স ফিকসান লিখতে উৎসাহ দেয় বড় আপু মনিরা রহমান নিপা, বন্ধু তাসরুজ্জামান বাবু সংগে আছেন বেস কিছু সহব্লগার। ব্লগে প্রকাশিত ”পলাতক” গল্পটার নাম পরিবর্তন করে সংকলনে “পাগল বিজ্ঞানী” করা হয়েছে। এমনটা হবার কারন, আমি সায়েন্স ফিকসানটা পুরো কমপ্লিট না করেই পোস্ট দিতে শুরু করেছিলাম; কিন্তু শেষ করার পর মনে হল, ‘পলাতক’ নামটা যথাযথ হচ্ছে না। মো: সিজানুর রহমান সায়েন্স ফিকসান “প্রক্সি লাইফ” ডাউন লোডের লিঙ্ক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।