আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনের সিস্টেম ফল। P6 এ বিভ্রাট। দশমিক সমস্যা। পরে অবশ্য হাসতে হল।

আমাদের মুখাবয়ব অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে কুশ্রী করে দেয়

গতকাল বিকাল ২ ঘটিকায় জিপি মোডেমে P6 চালু করলাম। কম্পিউটারেই ব্যালেন্স চেক করতে গিয়ে তো আমার মাথায় হাত। আসছে মাত্র ১০.৪১ মেগা। কি করব বুঝতে না পেরে ১২১ এ ডায়াল করি। সুন্দর গলার মেয়েটাকে বিষয়টা জানাতে সে বলল যে জিপির অবকাঠামো গত কাজ চলছে।

৩ টার মধ্যে ঠিক হয়ে যাবে। মনের খুসখুসানি দূর করতে না পেরে সোজা গেলাম কাস্টমারস কেয়ারে। এই এই হইছে বললাম। ওরা বলল , না এটাতো সশ্ভব না। পড়ে ওরা হেড অফিসে ফোন করল।

আধা ঘন্টায়ও লাইন না পেয়ে ওরা নিজেরাই একটা P6 অ্যাক্টিভেট করল। আসল ১০.২৪ মেগা। তখনই বুঝলাম জিপির মাথা কোন সাইড দিয়া খারাপ হইছে। একটা ফোটাই আমার রোজার খিদাটাকে কয়েকগুন বাড়ায় দিছে। পড়ে বাড়ি এসে ৪ মেগা খরচ করে দেখি ঠিকই ব্যান্ডউইথ গেছে .০৪মেগা।

যাক বাবা , ৩৫০ টাকার মামলা। অঘটন ঘটলে মরণ ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.