আমাদের কথা খুঁজে নিন

   

সম্পুর্ন ফাউল পোষ্ট, মেজাজ গড়ম হলে দোষ নাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

= = = = = = = = = = = = = = = ১) লেপে উইনডোজ দেবার সময় এক নাম ব্যাবহার করেছিলাম সেই নাম চেন্জ করতে চাচ্ছি। আমার জানা নিয়ম অনুযায়ি চেষ্টা করে না পেরে গুগল মামারে জিজ্ঞেস করলে http://support.microsoft.com/kb/295017 এই ভাবে ট্রাই করতে বললে সেই মোতাবেক ট্রাই করে ও ব্যার্থ। এখন সামু টেকিরা কি পরামর্শ্ব দেন সেই অপেক্ষায় অপেক্ষমান। ২) এক রাউটারে এক পিসি ও এক লেপ ব্যবহার করি।

এর সুবাদে নেটওয়ার্কের মাধ্যমে দুটোরই সুবিধা ভোগকরতে পারতাম। কিন্তু গত কিছুদিন যাবৎ শেয়ারিং কাজ করছে না। যেই তরিকাতে প্রথম নেটওয়ার্ক তৈরী করেছিলাম সেই তরিকাতে আর কাজ হচ্ছেনা। নতুন করে উইন্ডোজ দেবার ধৈর্য নাই। এটারই বা কি সমাধান আপনি আপনার ছাত্রকে দিবেন, সেটা খুব জানতে ইচ্ছা কর্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.