আমাদের কথা খুঁজে নিন

   

আর ছাপানো হবে না অক্সফোর্ড ডিকশনারি



সম্প্রতি জানা গেছে, অক্সফোর্ড ডিকশনারির তৃতীয় সংস্করণটি কেবল অনলাইনেই দেয়া হবে। এটি বই আকারে কাগজে আর ছাপানো হবে না। এর মধ্য দিয়ে কাগজে ছাপানো অক্সফোর্ড ডিকশনারি ইতিহাস হতে চললো। খবর ম্যাশএবল-এর। ম্যাশএবল জানিয়েছে, অক্সফোর্ড ডিকশনারির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৮৯ সালে যা গত দশ বছর ধরে অনলাইনেও রয়েছে।

এবার এই অভিধানের তৃতীয় সংস্করণ পুরোটাই অনলাইন-নির্ভর হতে যাচ্ছে এবং তা ছাপাখানার বাইরেই থেকে যাচ্ছে। তবে জানা গেছে, অক্সফোর্ড ডিকশনারির ছাপাখানা ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস’ ছোট আকারের অক্সফোর্ড ডিকশনারি ছাপানোর কাজ চালিয়ে যাবে। তবে পুরোটা পাওয়া যাবে কেবল অনলাইনেই। অনেকের মতে, ইবুক ও ইবুক রিডার ডিভাইস বা ট্যাবলেট কম্পিউটারের দাপটে ছাপানো বইয়ের চল একসময় বিলুপ্ত হতে পারে, এই ঘটনা যেন তারই প্রমাণ। এছাড়াও আমাজন ডটকম গত বছরই জানিয়েছে তাদের ইবুক রিডার কিন্ডলের জন্য যে হারে ইবুক বিক্রি হচ্ছে, তা ছাপানো বই বিক্রির চেয়ে বেশি ছিল।

এতে করে ছাপানো বইয়ের দিন শেষ হতে চললো বলেই মনে করেন অনেকে। তবে, অভিধানটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হতে আরও ১০ বছর বাকি রয়েছে। এই ১০ বছরে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলেও বিভিন্ন ব্লগে অনেকেই মত প্রকাশ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।