আমাদের কথা খুঁজে নিন

   

অপাঙক্তেয় অর্বাচীন



এখনো সময় আছে শীরদাঁড়া খাঁড়া অর্বাচীন হাতে যেটুকু সময় আছে লুটেপুটে খা । সাগরসম পেটের থলি । খেয়ে যাওয়া সব নয় জানিস- পড়ে আছে অযুত পঙক্তিমালা , কবি্তার খাতায় গাঁথা নৈবেদ্য অহর্নিশ । অপাঙক্তেয় চানক্য ; ব্যভিচারী বেওয়ারিশ কুকুর । পাহাড়সম অখাদ্য সামনে নিয়ে শুধু দেখে যাওয়া রোষানলে- আগন্তক ।

ঘেঁউ ঘেঁউ করা একান্ত স্বভাব । নিষ্ফলা হয়নি পৃথিবী কখনো- অফুরন্ত ভাণ্ডারের স্তুপ আজও পৃথিবীময় । কাকেরা একটি মরা চামচিকে খায় না একাকী কখনো- কা কা রবে পাড়া মাতিয়ে তুলে জড় হয় রাজ্যের যত কাক - আসে বেওয়ারিশ কুকুর,কীট পতঙ্গ, পিপীলিকার সারি । মানুষ মৃতপ্রাণী খায়- কেউ মেরেও খায়, কেউ জবাই করে অথবা বধ করে । মানুষ খাওয়া খুব সোজা, তবু খায় না তারা।

শুধু লাশ বানায়- উপরে উঠার সিঁড়ি তৈরির কাজে লাগে । মূর্খ ! বৃথা অহমিকা। অন্ধ বধির তুই । চারপাশ শুন্য হয় কদাপি । চোখ খুলে দেখ- পূণঃ ছুটে আসা পঙ্গপাল সময়ের রথে ।

অথবা- পাল তোলা জাহাজে । টাইটানিকে নয়, নুহের কাঠের নৌকায় চড়ে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.